দেখা যায়নি ধরনা মঞ্চে, ফেব্রুয়ারিতে জরুরি মেগা বৈঠক ডাকলেন অভিষেক

কলকাতা: রেড রোডে চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা৷ স্বয়ং মুখ্যমন্ত্রী ৪৮ ঘন্টা সেখানে ছিলেন৷ আজ সেই ধরনার ষষ্ঠ দিন৷ এই ছয়দিনে ওই ধরনা মঞ্চে দেখা…

কলকাতা: রেড রোডে চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা৷ স্বয়ং মুখ্যমন্ত্রী ৪৮ ঘন্টা সেখানে ছিলেন৷ আজ সেই ধরনার ষষ্ঠ দিন৷ এই ছয়দিনে ওই ধরনা মঞ্চে দেখা মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন৷ যদিও নয়াদিল্লি থেকে ফিরে তিনি গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ দলীয় সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেকের বৈঠক হয়েছে৷

এরপরও অভিষেকের দেখা মেলেনি রেড রোডের ধর্না মঞ্চে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার আরও সক্রিয় ভূমিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলীয় সূত্রে খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি৷ ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের থাকতে বলা হয়েছে৷

সূত্রে খবর, এই মেগা বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে৷ যেহেতু একসঙ্গে প্রায় ৪০০ জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই৷ তাই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হবে৷ অভিষেকের বৈঠক ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে৷