Abhishek Banerjee: রাজভবনের বাইরে অবস্থান মঞ্চে অভিষেকের ধর্না-অপেক্ষা

একশো দিনের কাজের বকেয়া টাকা আয়ের ইস্যু নিয়ে গতকাল থেকে আজ শুক্রবার অবধি এখনও রাজভবনের বাইরে ধর্নায় বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।…

একশো দিনের কাজের বকেয়া টাকা আয়ের ইস্যু নিয়ে গতকাল থেকে আজ শুক্রবার অবধি এখনও রাজভবনের বাইরে ধর্নায় বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ের দাবিতে দু’দিন দিল্লিতে আন্দোলনের পর বাংলাতেও আন্দোলনে দলের অঘোষিত সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এবং তাঁর ডেপুটি সাধ্বী নিরঞ্জনের সঙ্গে দেখা মেলেনি। তাই এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাম সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখা না করা পর্যন্ত তিনি রাজভবনের বাইরেই অপেক্ষা করবেন। এরপর ধর্না শুরু করেন অভিষেক বৃহস্পতিবার থেকে। রাজভবনের বাইরে তৈরি করা হয় অবস্থান মঞ্চ। সেখানেই সারা রাত কাটান অভিষেক। অভিষেক ঘোষণা করেছেন যে যতক্ষণ না রাজ্যপাল বাংলার ‘বঞ্চিতদের’ ইস্যুতে দেখা করবেন, তাঁদের ধরনা চলতে থাকবে।

   

দিল্লির পর বাংলায় আন্দোলন অভিষেকের। একশো দিনের কাজে বাংলার ‘বঞ্চিতদের’ বকেয়া টাকা আদায়ের দাবি। তৃণমূলের তরফে দাবি করা খয়েছে যে বাংলার এই বঞ্চিতদের সংখ্যা প্রায় ২০ লাখ। চব্বিশের লোকসভা মহারণের আগে একশো দিনের কাজে বকেয়া টাকাই এখন বড় অস্ত্র তৃণমূলের কাছে। রাজভবনের বাইরে অবস্থান মঞ্চে অভিষেকের সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতারা।