ছুটিতে যাওয়ার আগে অভিষেকের কড়া ধমক! কোন মন্ত্রীরা পড়লেন রোষানলের মুখে

লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করেও তৃণমূলের বেশ কিছু নেতামন্ত্রী নাকি যুবরাজের কড়া ধমকের মুখে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে যে তিনি ছুটিতে…

Abhishek Banerjee Alleges Income Tax Department Sent Letter Over Old Age Allowance Scheme

লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ করেও তৃণমূলের বেশ কিছু নেতামন্ত্রী নাকি যুবরাজের কড়া ধমকের মুখে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে যে তিনি ছুটিতে যাওয়ার আগেই, দলের এক শ্রেনীর নেতাদের কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন। শুধু তাই নয়, পারফমেন্স না করতে পারলে চেয়ার ছেড়ে দিতেও নাকি তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। অনেক রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা ভোটের লক্ষ্যে এখনই ঝাঁপাতে চাই ঘাসফুল শিবির।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং রাস্তা এই চার ক্ষেত্রে আরও কাজ করতে হবে। নবজোয়ার কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে হবে, সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে এমনই বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, আসবেন, চেয়ারে বসবেন আর ঘুরে বেড়াবেন, এই ফর্মুলা চলবে না। দল আপনাকে মন্ত্রী করেছে, সেই পদের মর্যাদা রাখুন। এলাকায় কাজ করতে পারলে মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে না। এমনই নাকি নির্দেশ দিয়েছেন যুবরাজ।

   

এছাড়াও লোকসভা ভোটে যে সমস্ত এলাকায় তৃণমূল পিছিয়ে পড়েছে, সেই দিকেও নজর দিয়েছেন তিনি। মূলত উত্তরবঙ্গের কিছু এলাকা, এছাড়া তমলুকেও পিছিয়ে ছিল তৃণমূল। আসানসোলের কিছু অংশে ভোটের নিরিখে পিছিয়ে আছে তৃণমূল। মনে করা হচ্ছে, যে সমস্ত মন্ত্রী পদে থেকেও লোকসভা ভোটের ফলের নিরিখে পিছিয়ে গিয়েছেন তাদের জন্যই এই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, মন্ত্রী হওয়ার সুবাদে আপনার পারফরম্যান্সই শেষ মাপকাঠি।

Advertisements

প্রসঙ্গত গত বুধবার তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে, তিনি কিছুদিনের বিরতি নিচ্ছেন। তাঁর স্বাস্থ্যজনিত কারণে কিছুদিন তিনি রাজনীতির বাইরে থাকবেন। তবে খুব শীঘ্রই তিনি আবার ময়দানে ফিরে মানুষের কাজে ফিরবেন। তবে তাঁর এই ঘনিষ্ঠ মহলের বার্তা কি আদেও ভোটের ময়দানে কাজে লাগাতে পারবে তৃণমূল, নাকি আবার গোষ্ঠীকোন্দলের জেরবার হবে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।