‘সবুজ সেনার সেনাপতি’, সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা উচ্ছ্বসিত অভিষেক অনুগামীদের

গতকালের মেগা বৈঠকের পর আজ তৃণমূলের সেকেন্ড-ইন-কমানন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টারে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া। কোনও পোস্টারে লেখা ‘সবুজ সেনার সেনাপতি’, তো কোনও পোস্টারে লেখা…

Abhishek Banerjee to Hold Meeting with Tamluk Leadership on Camac Street Tuesday

গতকালের মেগা বৈঠকের পর আজ তৃণমূলের সেকেন্ড-ইন-কমানন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টারে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া। কোনও পোস্টারে লেখা ‘সবুজ সেনার সেনাপতি’, তো কোনও পোস্টারে লেখা ‘যুব সমাজের নতুন জীবন’। কোনও এক সোশ্যাল মিডিয়ার পোস্টে সুব্রত বক্সীর মন্তব্যকে উদ্ধৃত করে লেখা হল, ‘অভিষেক আমাদের সবার নেতা।’ ঠিক এই ভাবেই অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টারে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। একাধিক পেজ থেকেও করা হয়েছে পোস্ট।

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে নেমে পড়েছেন দলের নেতারা। জোরকদমে অভিযান চলছে ভূতুড়ে ভোটার ধরার। এমন আবহে শনিবার বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন থেকে কীভাবে সংগঠন চলবে তা ঠিক হয় এই বৈঠকেই। তিনিই ঠিক করে দেবেন কীভাবে ব্লক থেকে বুথ সভাপতিরা কাজ করবেন। বৈঠকের পর ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সমর্থনে একাধিক পোস্ট।

   

Abhishek banerjee

Advertisements

এই বিষয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানান, “চব্বিশে ভয় দেখিয়ে ভোট নিয়েছেন। ভালবাসায় ভোট পাননি। ২০২৬ সালে আরও বড় পরিবর্তন দেখতে পাবেন। ছাব্বিশে গিয়ে আরেকবার নতুন করে বিশ্লেষণ করতে হবে। ২০২৬ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কেন বড় বিপর্যয় হল সেই হিসেব-নিকেশ করতে হবে।”