Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে জেরা, ইডি গুহায় ঢুকলেন অভিষেক

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরার মুখোমুখি। সিজিও কমপ্লেক্সে গেলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে দ্বিতীয়বার তলব করল ইডি। গত ১৩ সেপ্টেম্বর…

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরার মুখোমুখি। সিজিও কমপ্লেক্সে গেলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে দ্বিতীয়বার তলব করল ইডি। গত ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের দিন তাঁকে জেরা করা হয়েছিল। এই মামলায় এ নিয়ে দ্বিতীয়বার তিনি কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বিভাগ জেরা করবে মুখ্যমন্ত্রীর ভাইপোকে।

বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন। বিরোধী মহলে কটাক্ষ, ইডি গুহায় ঢুকলেন মুখ্যমন্ত্রীর ভাইপো। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। দুর্গাপূজার সময়ে তলব করা যাবে এমন নির্দেশ ছিল আদালতের।  তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে এই ছিল নির্দেশ। সেই মতো অভিষেককে ডেকে পাঠায় ইডি।

ইডি দফতরে অভিষেক বন্দোপাধ্যায়ের হাজিরার কারণে নিরাপত্তার কড়া বলয়। সিজিও কমপ্লেক্সে ঢোকা ও বের হওয়া নিয়ন্ত্রিত।

বিপুল বেআইনি লেনদেন, কালো টাকার পাহাড় এই নিয়োগ দুর্নীতির তদন্তে দেখেছেন রাজ্যবাসী। জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হেফাজতে তৃ়ণমূল বিধায়ক ও শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। আর নিয়োগ দুর্নীতির জেরে বঞ্চিত যোগ্য প্রার্থীরা রাস্তায়।