তৃণমূলের বিজয়রথের মধ্যেই আচমকা পদত্যাগ তৃণমূল নেতার! সামনে এল বিরাট কারণ

উত্তর কলকাতায় জয়ের ধ্বজা বজায় রেখেছেন চারবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবুও যেন তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব মিটছে না। বাংলায় ২৯ আসন নিয়েও ফের একবার দলের অভ্যন্তরীণ…

tmc

উত্তর কলকাতায় জয়ের ধ্বজা বজায় রেখেছেন চারবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবুও যেন তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব মিটছে না। বাংলায় ২৯ আসন নিয়েও ফের একবার দলের অভ্যন্তরীণ কলহ আবার সামনে চলে এল। উত্তর কলকাতার এক দাপুটে কাউন্সিলর এবার ভোটের ফল বেরনোর পরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করল। আর এই নিয়ে শুরু হয়ে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে যে কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের । শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাঁর আশা, ওই পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেবেন মেয়র। কিন্তু কেন এমন করলেন? বিজয় উপাধ্যায়ের ওয়ার্ডে খুব বেশি ভোটের লিড পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৬০টি ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়ের থেকে। তারপরই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, ভোটারদের ওপর অভিমান হয়েছে, তাই পদ ছেড়ে দিতে চাইছেন তিনি।

   

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে এবারও জিতেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও এবার তাঁর লড়াই একটু কঠিন ছিল। প্রতিপক্ষ ছিলেন এতদিনের সতীর্থ, দলবদলকারী তাপস রায়। তাই দুজনের মধ্যে লড়াই যে বেশ জমাটি, তা স্পষ্ট ছিল। তবে প্রায় ৯২ হাজার ভোটে জিতেছেন সুদীপ। কিন্তু কয়েকটি ওয়ার্ডে লিড বেশ কম। তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া শুরু হতেই নিজের দায় স্বীকার করে নিয়েছেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপাতত এই নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে রাজনৈতিক কোলাহল।