ঋতুপর্ণার সঙ্গে অভব্য আচরণ আন্দোলনকারীদের, নিন্দার ঝড় উঠল টলিপাড়ায়

১৪ অগস্টের পর ৪ সেপ্টেম্বর বুধবার ফের ‘রাত দখল’ কর্মসূচির পাশাপাশি ৯টা থেকে একঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের সাক্ষী থাকল গোটা বাংলা। আরজি করে তরুণী চিকিৎসকের…

rituparna ঋতুপর্ণার সঙ্গে অভব্য আচরণ আন্দোলনকারীদের, নিন্দার ঝড় উঠল টলিপাড়ায়

১৪ অগস্টের পর ৪ সেপ্টেম্বর বুধবার ফের ‘রাত দখল’ কর্মসূচির পাশাপাশি ৯টা থেকে একঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের সাক্ষী থাকল গোটা বাংলা। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে এদিন এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার পরিবার ও অনেক তারকারা। এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রতিবাদী জমায়েতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু সেখানে তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান।

বুধবার শ্যামবাজারে অভিনেত্রীকে যে দুর্বিসহ ও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছে সেই নিয়ে এবার মুখ খুললেন টলিউডের একাংশ। এদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে যে শুধু ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে সেখান থেকে তাড়ানো হয়েছে তাই নয়, সেইসঙ্গে আন্দোলনকারীদের মধ্যে অনেককেই তাঁর গাড়ির ওপর চড়াও হতেও দেখা যায়। ঋতুপর্ণাকে ঘিরে এই বিক্ষোভের নিন্দা করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী একটি পোস্ট করে লিখেছেন, “ওঁর (ঋতুপর্ণা) মতামত আপনার পছন্দ নাই হতে পারে।

   

ওঁর তৈরি করা ভিডিয়ো আপনি হয়তো পছন্দ করেননি। ঠিক আছে। আন্দোলনে ‘গো ব্যাক’ স্লোগান তুলেছেন ওঁর উদ্দেশ্যে। সেটাও গ্রহণযোগ্য। তিনিও আপনাদের কথা মেনে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। কিন্তু ওঁর গাড়ির উপর চড়াও হওয়া কি ঠিক? কী সাংঘাতিক! আমি এর নিন্দা করছি।” এর পাশাপাশি সুদীপ্তা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা ভুলে গিয়েছেন আপনারা মহিলাদের জন্য রাত দখল করেছেন? কলকাতাবাসী, আপনারা যা করলেন ঋতুপর্ণার সঙ্গে, তার আমি চরম নিন্দা করি।”

তবে শুধু সুদীপ্তাই নয়, সেইসঙ্গে এদিনের ঘটনা নিয়ে সরব হয়েছেন অনেকেই। অনন্যা চট্টোপাধ্যায় লিখেছেন, “ঋতুপর্ণা সেনগুপ্তের অপমানের তীব্র সমালোচনা করছি। মানুষকে অনুরোধ করছি, নিজের লড়াইটা বেছে নিন। এখন আমাদের অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন। তাঁদের সফল হতে দেবেন না দয়া করে।” জীতু কমল একটি পোস্ট করে লিখেছেন, “এটা ঠিক হচ্ছে না। দয়া করে এগুলো করে অতি উৎসাহ দেখাবেন না।”

অন্যদিকে মুখ খুলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও। তিনি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে হওয়া ঘটনার নিন্দা করে লিখেছেন, “ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না।” প্রসঙ্গত, টলি অভিনেত্রীর সঙ্গে হওয়া এই ঘটনার প্রতিবাদ করে এর বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।