সৌজন্যেই ‘প্রতিবাদ’, টালা থানার ‘(অ)সুস্থ ওসিকে’ দেখতে এবার অভিনব মিছিল

আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় পথে নেমে আন্দোলন চালাচ্ছে মানুষ। আর সেইসব আন্দোলনে একসাথে পা মেলাতে দেখা যাচ্ছে নানান পেশার…

Several Programs Scheduled to Commemorate the Late RG Kar on His Birthday

short-samachar

আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় পথে নেমে আন্দোলন চালাচ্ছে মানুষ। আর সেইসব আন্দোলনে একসাথে পা মেলাতে দেখা যাচ্ছে নানান পেশার মানুষকে। মিছিলে উপস্থিত সকলের শুধু একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’। প্রতিনিয়ত এরকম মিছিলের সাক্ষী এখন গোটা বাংলা। কিন্তু শনিবার এক অভিনব মিছিলের সাক্ষী থাকবে তিলোত্তমা। এ মিছিল আরজি কর কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদ মিছিল নয়।

   

বরং অসুস্থ হয়ে চিকিৎসাধীন টালা থানার ওসিকে হাসপাতালে দেখতে যাওয়ার এক অভিনব মিছিল। জানা যাচ্ছে, শনিবার বিকেলে উদ্যোক্তারা এই মিছিলে জমায়েতের জন্য ডাক দিয়েছেন। সমাজমাধ্যমে এই মিছিলের একটি পোস্টার দেওয়া হয়েছিল। সেই পোস্টারে লেখা ছিল, “সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনে টালা থানার ওসি নাকি অসুস্থ? চলুন, দেখা করে আসি (অ)সুস্থ ওসির সাথে”। এরকম মিছিলের ডাক দেওয়ার পেছনে কারণও জানিয়েছেন মিছিলের উদ্যোক্তারা।

তাঁদের দাবি, টালা থানার ওসিকে ছ’টি হাসপাতাল সুস্থ ঘোষণা করার পরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি তাঁরা জানতে পেরেছেন সেই বেসরকারি হাসপাতাল থেকে টালা থানার ওসিকে সরিয়ে বর্তমানে ভবানীপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন। এই মিছিলের উদ্যোক্তাদের মধ্যে একজন তনিমা দাস জানিয়েছেন, নাগরিকদের পক্ষ থেকে মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। এর নেপথ্যে কোনও রাজনৈতিক দল নেই।

সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টে হাজিরা এড়াতে এই ঘটনা ঘটানো হয়েছে। সেই কারণেই আমরা মিছিল ডেকেছি।” প্রথমে জমায়েতের স্থান গোলপার্ক করা হলেও পরে সেই স্থানের পরিবর্তন ঘটিয়ে এক্সাইড মোড়ে করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, এই মিছিলে যাদবপুর এবং সংলগ্ন এলাকার পাশাপাশি কলকাতার আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ জমায়েত করবেন বলে দাবি উদ্যোক্তাদের।

প্রসঙ্গত, আরজি কর হাসপাতাল টালা থানার অধীনে হওয়ার পাশাপাশি নির্যাতিতার মামলাটাও এই থানাতেই রয়েছে। এদিকে নির্যাতিতার পরিবার সহ অনেকেই টালা থানার কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন তুলে বেশ সন্দেহ প্রকাশ করেছে। এর মধ্যে টালা থানার ওসিকে দেখতে যাওয়ার জন্য এরকম অভিনব মিছিলের দিকে বর্তমানে নজর রয়েছে সকলের।