Arjun singh:খুলির উপরে বসে অর্জুন! ভোটের আগে হঠাৎ কী হল ‘বাহুবলীর’

ভোটের আগে খুলির উপরে বসে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং! হঠাৎ ভোটের আগে কী হলো ব্যারাকপুরের বাহুবলীর? জানা গিয়েছে যে, গত মঙ্গলবার শ্যামনগর এলাকার কিছু…

arjun singh

ভোটের আগে খুলির উপরে বসে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং! হঠাৎ ভোটের আগে কী হলো ব্যারাকপুরের বাহুবলীর? জানা গিয়েছে যে, গত মঙ্গলবার শ্যামনগর এলাকার কিছু বাড়িতে খবরের কাগজ খুলতেই একটা পোস্টার নজরে আসে অনেকেরেই! একটি পোস্টার যেখানে দেখা যাচ্ছে কতগুলি খুলির উপরে বসে আছে অর্জুন সিং। পোষ্টারে তাঁর নাম লেখা রয়েছে পল্টু সিং! এছাড়াও পোষ্টারে নজরে আসে কতগুলো নাম যারা বিগত কয়েক বছরে ওই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে খুন হয়েছে। যেমন বিকাশ বোস, ভিকি যাদব, গোপাল মজুমদার এছাড়াও অনেকে। এখানেই শেষ নয়, খুনের চেষ্টা হয়েছে ধরমেন্দ্র সিংহ, গৌরব পণ্ডিত, নুরই জামাল সহ প্রমুখ। পোস্টারের নীচে লেখা ‘নো ভোট টু মাডারার।’

Arjun singh:খুলির উপরে বসে অর্জুন! ভোটের আগে হঠাৎ কী হল 'বাহুবলীর'

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম চর্চিত কেন্দ্র। এইবার তৃনমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিপরীতে বিজেপির অর্জুন সিংহ। লড়াই একদম হাড্ডাহাড্ডি। আর হাতে গুনে কয়েকটা দিন, তারপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট! উত্তাপের পারদ ছুটছে। তারই মধ্যেই এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অর্জুন সিং এই বিষয়ের জন্য দায়ী করেছেন পার্থ ভৌমিককে। তিনি সংবাদমাধ্যককে বলেন যে, ”পার্থ ভৌমিক সব ঘটনা ঘটাচ্ছে। ওর নিজের নামেও একটা খুনের অভিযোগ আছে।”

Advertisements

যদিও তৃনমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তারা দোষ চাপিয়েছে সিপিমের উপর। তবে অর্জুনের আরও অভিযোগ, ” আমি খুনি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে গ্রেফতার করল না কেন?” ভোটের মুখে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। অর্জুনের আরও দাবি, ” পার্থ, রাজ নাটকের লোক, ওরা ওসব করছে।” আগামী সোমবার ২০ তারিখ ব্যারাকপুরে ভোট, এই পোস্টার কি ভোটে প্রভাব ফেলতে পারবে? উত্তর জানা যাবে ৪ই জুন।