Loksabah election 2024: সরকারী ভাতা না পাওয়ার অভিযোগ ! বৃদ্ধার কথায় কী উত্তর দিলেন শতাব্দী

ভোটের দিন সকালেও আবার অভিযোগের মুখে শতাব্দী! এক বৃদ্ধার প্রশ্নে তিনি কিছুটা চমকে গেলেন! ভোটের দিক সকাল থেকেই বীরভূমের আনাচে কানাচে থেকে উঠে আসে বিভিন্ন…

satabdi roy

ভোটের দিন সকালেও আবার অভিযোগের মুখে শতাব্দী! এক বৃদ্ধার প্রশ্নে তিনি কিছুটা চমকে গেলেন! ভোটের দিক সকাল থেকেই বীরভূমের আনাচে কানাচে থেকে উঠে আসে বিভিন্ন অনিয়মের ছবি। স্বাভাবিক ভাবেই প্রার্থী শতাব্দীর ব্যস্ততা তুঙ্গে থাকার কথা। সেইমতো তিনি ব্যস্তও ছিলেন, কিন্তু বাঁধ সাধলেন এক আশি ছুঁই ছুঁই বৃদ্ধা। রুখে দিলেন শতাব্দীকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শতাব্দী রায়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন ওই বৃদ্ধা। সরকারি কোনও ভাতাই না পাওয়ার অভিযোগ ওই বৃদ্ধার। আর ভোটের দিন সেই ক্ষোভই শতাব্দীর সামনে উগরে দেন ওই বৃদ্ধা। বৃদ্ধা প্রশ্ন তোলেন, ”সরকারি ভাতার কোনও টাকাই পাই না। সব টাকাই তোমার দলের কর্মীরা নিয়ে নেয়।”

   

এই অভিযোগ শুনেই থমকে যায় অভিনেত্রী! তবে এইবার তিনি চুপ হয়ে যান। কোনো উত্তর না দিয়েই চুপচাপ নিজের কাজে এগিয়ে যান। এই ঘটনা সমানে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

স্থানীয় সূত্রে আরও জানা জানা গিয়েছে যে শতাব্দী চাতরা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ওই বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হন তিনি। তবে ভোটের দিক এমন প্রশ্ন শুনেই তিনি চমকে যান। বৃদ্ধার তোলা গুরুতর অভিযোগ পেয়েও তিনি চুপ হয়ে যান। কিছু বলতে গিয়েও তিনি বলেননি বলে জানা গিয়েছে।

আজ সারা দেশে ৯৬ টি কেন্দ্রে লোকসভা ভোট চলেছে। এই রাজ্যে ৮ টি কেন্দ্রে ভোট চলছে। সকাল থেকেই একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। এখনও অবধি ১০০৮টি অভিযোগ জমা পড়ার কথা জানা গিয়েছে।