আরজি করে রক্তমাখা গ্লাভস কাণ্ডে উঠে এল নয়া তথ্য, তৈরি হল তদন্ত কমিটি

তিলোত্তমার বিচার চেয়ে কেটে গিয়েছে প্রায় দুই মাসের বেশি। ধর্মতলায় আনশন মঞ্চে টানা ১৫৮ ঘন্টা অনশনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা (Rg Kar Case)। তাঁদের দাবি,…

Tilottama's Parents Urge People to Come Out in Support on February 9

short-samachar

তিলোত্তমার বিচার চেয়ে কেটে গিয়েছে প্রায় দুই মাসের বেশি। ধর্মতলায় আনশন মঞ্চে টানা ১৫৮ ঘন্টা অনশনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা (Rg Kar Case)। তাঁদের দাবি, দশ দফা। আজ মহানবমীতে যখন প‌্যান্ডেলে প‌্যান্ডেলে মানুষের ঢল তখনও তাঁরা সহকর্মীর ধর্ষণ ও খুনের মামলায় সঠিক বিচারের জন‌্য পথেই বসে রয়েছেন।

   

সময় যত এগোচ্ছে ততই আন্দোসনের ঝাঁঝ তীব্র হচ্ছে। এরই মধ‌্যে কয়েকদিন আগে ট্রমা কেয়ার এমার্জেন্সিতে রক্তমাখা গ্লাভস উদ্ধার হয়। তাতেই শোরগোল পড়ে যায় স্বাস্থ্য মহলের অন্দরে (Rg Kar Case)।

প্রকাশ‌্যে এসেছে সিলড প্যাকেটে নন স্টেরা‌ইল গ্লাভস উদ্ধারের ভিডিও। ভিডিও ঘিরে রোগী সুরক্ষা নিয়ে সরব হন জুনিয়র চিকিৎসকেরা (Rg Kar Case)। এরপরই নড়েচড়ে বসে স্বাস্থ‌্যভবন। তৈরি করা হয় গ্লাভস কাণ্ডে তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটিতে রয়েছেন পাঁচ সদস্য।

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন করেন,  অনশন আন্দোলনের অন্যতম দাবি রোগী সুরক্ষা। রক্তমাখা গ্লাভস উদ্ধার আন্দোলনের দাবির‌ই প্রমাণ। বক্তব্য ছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের।