Kamduni: কামদুনি খুনের সঠিক বিচার চেয়ে কলকাতায় মিছিল

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্নমহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে মানুষ। তবে…

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্নমহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে মানুষ। তবে কোনও রাজনৈতিক দলের পতাকার নিচে এই মিছিল আয়োজতি হচ্ছে না। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নিয়েছেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা, মৌসুমীদের। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নিতে পারেন মিছিলে। জানা গেছে আজ ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হবে মিছিল। তারপর মিছিল পৌঁছবে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত।

বিচার সুবিচার নয়। রাজ্য সরকার বুঝেছে এই বিচার জণগন চাইছে‌না। সুমিত আইচের কথায়, সুবিচার পেয়েছে দোষীরা‌। তার বিরুদ্ধেই পথে নেমেছে। পতাকা ছেড়ে আজ সুবিচারে বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীরা।
প্রথম দিন থেকে প্রতিবাদে আমরা ছিলাম। নায্য বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল। বিভিন্ন দলের নেতা নেত্রীরাও এই মিছিলে পা মেলাবেন।

মিছিলে এসে কান্না চোখে দেখা গেল টুম্পাকে। দীর্ঘ দশ বছরের লড়াইয়ে হেরে গেলাম। বুক ভরা আশা নিয়ে হাইকোর্টে এসেছিলাম। টাকার কাছে বিক্রি হয়ে গেছে সবাই।

আজ,কামদুনি ইস্যুকে সামনে রেখে বিজেপির মহিলা মোর্চার মিছিল। কামদুনির মিছিল থেকে মূল দাবি এরকম নৃশংস ঘটনায় কেন বিচার পেল না। পশ্চিমবঙ্গে মহিলা ও শিশুরা সুরক্ষিত নয় এই প্ল্যাকার্ড বিজেপি কর্মী সমর্থকদের হাতে হাতে। কিছুক্ষণেই শুরু হবে মিছিল। মিছিলে উপস্থিত বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। মিছিলে চোখে পড়ার মতো ভিড় লক্ষ করা যাচ্ছে। সিবিআই তদন্তের দাবি করছেন তারা।

২০১৩ সালে কামদুনিতে কলেজছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল কামদুনিকাণ্ডের তিনজন অভিযুক্তকে। শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনজনের একজনকে বেকসুর খালাস ঘোষণা করে। বাকি দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়।