দুয়ারে বার্ড ফ্লু! কলকাতায় আক্রান্ত শিশু

কলকাতার এক চার বছরের শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। শরীরে মিলেছে এইচ৯এন২(H9N2) বার্ড ফ্লু ভাইরাস। যার জেরে গুরুতর অসুস্থ…

WB Government Bans Import of Chicken and Eggs from Godavari Region Due to Bird Flu

short-samachar

কলকাতার এক চার বছরের শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। শরীরে মিলেছে এইচ৯এন২(H9N2) বার্ড ফ্লু ভাইরাস। যার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই শিশুকে। সূত্র মারফৎ জানা ওই শিশুটি বর্তমানে সুস্থ থাকলেও গত ফেব্রুয়ারী মাসে সে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যাথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত ওই শিশু।

   

জানা গিয়েছে যে ওই গত ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে কলকাতার বাড়িতে এসেছিল আড়াই বছরের ওই শিশু। ফেব্রুয়ারির শেষে সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায় শিশুর পরিবার। সে কলকাতায় সেখানে এসেছিল, হাঁস-মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু (Bird Flue) ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছিল। প্রায় ৩ মাস ধরে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি। যদিও শিশুটির পরিবারের বাকি কোনও সদস্যের মধ্যে অসুস্থতার কোনও লক্ষ্মণ দেখা যায়নি বলেই জানা গিয়েছে।

ঘটনার প্রায় তিন মাস পর গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দফতরে পৌঁছয় সেই খবর।তবে অনেক দেরীতে রিপোর্ট পাওয়া নিয়ে আক্ষেপ স্বাস্থ্য ভবনের। ফেব্রুয়ারির ঘটনায় রিপোর্ট মেলে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর।এর আগে ২০১৯ সালে মানবদেহে বার্ড ফ্লুর ভাইরাসের খোঁজ মিলেছিল। পাঁচ বছর পর আবারও সেই একই ঘটনা। আতঙ্কের কোনও কারণ না থাকলেও, ভাইরাসের কথা মাথায় রেখে নজরদারি জারি রেখেছে স্বাস্থ্য ভবন।