ভোটের ডিউটি সেরে ফেরার পথে ঘুমন্ত মহিলার গোপনাঙ্গে হাত! চাঞ্চল্য চিৎপুরে

CRPF Occupies Hilltop to Reinforce Anti-Maoist Measures
CRPF Occupies Hilltop to Reinforce Anti-Maoist Measures

লোকসভা ভোট শেষ হতেই একের পর অশান্তির ঘটনার খবর পাওয়া গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। শুধু তাই নয় খুন হয়েছেন একজন রাজনৈতিক কর্মী। রাত পেরোলেই লোকসভা ভোটের ফল আর তার আগেই আবার লজ্জাজনক ঘটনা ঘটাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এক মত্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক ঘুমন্ত মহিলার গোপনাঙ্গে হাত দিয়েছে অভিযোগ। শুধু তাই নয়,তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ।

ছাপ্পার জেরে ভোট বাতিল! রাজ্যের দুই বুথে আজ চলছে পুনর্নির্বাচন

   

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, ওই সিআরপিএফ জওয়ান ভোটের ডিউটি করে বাড়ি ফিরছিলেন। বারুইপুরে ভোটের ডিউটি ছিল ওই জওয়ানের। ভোটের ডিউটি সেরে রবিবার রাতে কলকাতা স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে বিশেষ ট্রেনে ফিরে যাওয়ার কথা ছিল। তবে অভিযোগ, ওই জওয়ান স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে দরজা খোলা রেখে দুই বোন ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়েন ওই সিআরপিএফ জওয়ান। অভিযোগ, অশ্লীলভাবে তরুণীকে জওয়ান স্পর্শ করেন। ঘুম ভেঙে যায় তাঁদের। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা।

মহিলার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে চলে আসেন। ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযুক্ত জওয়ানকে চিৎপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত চালাচ্ছে চিৎপুর থানার পুলিশ। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শ্লীলতাহানির ঘটনা এই প্রথম নয়। ভোট চলাকালীন বারবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে শ্লীলতাহানির ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এই ঘটনার পরেই তৃণমূল নিজেদের এক্স হ্যান্ডেলে এই ঘটনার কথা তুলে ধরেন। শুধু তাই নয় অমিত শাহের কাছে জবাব চেয়েছে তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন