নির্মীয়মাণ ফ্ল্যাইওভার থেকে ৫০ ফুট নীচে পড়ল গাড়ি! মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা

লোকসভা ভোটের ষষ্ঠদিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটল সিকিমগামী রাস্তায়! ৫০ ফুট অপর থেকে সোজা নীচে পড়ল গাড়ি। নির্মীয়মাণ ফ্ল্যাইওভার থেকে নীচে গাড়ি পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

নির্মীয়মাণ ফ্ল্যাইওভার থেকে ৫০ ফুট নীচে পড়ল গাড়ি! মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা

লোকসভা ভোটের ষষ্ঠদিনে ভয়াবহ দুর্ঘটনা ঘটল সিকিমগামী রাস্তায়! ৫০ ফুট অপর থেকে সোজা নীচে পড়ল গাড়ি। নির্মীয়মাণ ফ্ল্যাইওভার থেকে নীচে গাড়ি পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি ও বাগ্রাকোটের মাঝে জাতীয় সড়কের নির্মীয়মাণ উড়ালপুলে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক-সহ চার জন যাত্রী।

আরও জানা গিয়েছে যে, ওদলাবাড়ি ও বাগ্রাকোটের মাঝে একটি রেললাইনের ওপর নির্মীয়মান উড়ালপুল রয়েছে। ওই উড়ালপুলের দু’পাশে চার লেনের অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু রেল লাইনের উপরের অংশটুকু এখনও জোড়া লাগানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক দাবি করছেন ওই উড়ালপুলটি যে নির্মীয়মান, সেটা তিনি জানতেন না।

Advertisements

তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদেরও অভিযোগ, নির্মীয়মান উড়ালপুলের সামনে কোনও সতর্কতামূলক বিজ্ঞপ্তি নেই। কোনও ব্যারিকেডও লাগানো নেই। এর আগেও একটি বাইক এই কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই নাংশেল তামাং নামে এক মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। সকলকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।