রাতের শহরে শোভন-বৈশাখীর গাড়িতে ধাক্কা মারার ‘চেষ্টা’! পুলিশি তৎপরতায় রক্ষা

কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ। ব্যস্ত বাইপাসের উপর এই ঘটনাটি ঘটে৷ সূত্রের খবর, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান…

কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ। ব্যস্ত বাইপাসের উপর এই ঘটনাটি ঘটে৷ সূত্রের খবর, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন শোভন। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা মারা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি কালো সেডান গাড়ি তাঁদের গাড়ির পিছনে ধাক্কা মারতে গিয়ে শেষমেশ পুলিশের এসকর্ট গাড়িতে আঘাত করে পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় দুই নাবালক চালককে আটক করা হয়েছে।

Advertisements

ঘটনাটি ঘটে গতকাল রাতে, যখন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইকো পার্কের একটি হোটেল থেকে অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর, একটি কালো সেডান গাড়ি তাঁদের গাড়ির পিছু নেয়। তাঁদের গাড়ির সঙ্গে পুলিশ এসকর্ট গাড়িও ছিল। প্রথমে ওই সেডানটি এসকর্ট গাড়িকে ওভারটেক করে এবং পরে একাধিকবার শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে। তৃতীয়বারের পর, পুলিশের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারলে গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

   

পালানোর চেষ্টা করলেও, পুলিশের হাতে ধরা পড়ে ওই সেডানটি। গাড়ির ভেতর থাকা দুই নাবালক চালককে আটক করে বিধাননগর থানার পুলিশ। তাদের দাবি, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে তারা এই কাণ্ড ঘটিয়েছে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “শোভনের যে এসকর্ট গাড়ি ছিল সেখান থেকেই প্রথমে চিৎকারটা শুনতে পাই। তখনই  দেখি একটা কালো রঙের গাড়ি আমাদের ধাক্কা মারতে আসছে।’’ শোভন চট্টোপাধ্যায় ঘটনার পর বলেন, “গাড়িটি যে রকম বেপরোয়া গতিতে ধাক্কা মারার চেষ্টা করছিল, তা দেখে আমি অবাক।” এই ঘটনার পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।