লোকসভা ভোটের সপ্তম দফার আগে ফের উত্তেজনা ছড়াল কামারহাটিতে। আগামী শনিবার লোকসভার সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ রয়েছে। তার আগেই আবার তৃণমূল বিজেপি দ্বৈরথের কথা খবরে উঠে এল। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ওই ব্যবসায়ী কেন তৃণমূলকে সিসিটিভি ফুটেজ দিয়েছে, সেই জন্য তাঁর বাড়িতে ঢুকে চড়াও হল বিজেপি নেতা। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড বাটার মোড় এলাকাতে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের ফ্লেক্স ব্যানার ছেড়ার অভিযোগ ওঠে। আর এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয় বিজেপি মন্ডল সভাপতি সুদীপ্ত রায়কে। প্রসঙ্গত ওই এলাকার ব্যবসায়ী শুভজিৎ পোদ্দারের দোকানে লাগানো রয়েছে সিসিটিভি। ওই ফুটেজ ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সংগ্রহ করা হয়। এইখানেই বাঁধে সমস্যা।
কেন সিসিটিভি ফুটেজ তৃণমূল নেতৃত্বকে ওই ব্যবসায়ী দিলেন, সেটাই হয়ে যায় বিজেপির রাগের কারণ। অভিযোগ, সেই কারণে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বিজেপি মণ্ডল সভাপতি সুদীপ্ত রায় ও তাঁর দাদা ব্যবসায়ীকে হুমকি দেন। মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে এই বিষয়ে একদমই পাত্তা দিতে চাইনি। তাঁদের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।