রানাঘাটে ভয়াবহ কাণ্ড! ব্যবসায়িক শত্রুতার জেরে কুপিয়ে খুন

রানাঘাটের (Ranaghat Murder) আনুলিয়ায় এক ব্যবাসায়ী এবং তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…

ranaghat murder

রানাঘাটের (Ranaghat Murder) আনুলিয়ায় এক ব্যবাসায়ী এবং তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা, তিনটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

   

বৃহস্পতিবার সন্ধ্যায় সুদের কারবারি সুমন চক্রবর্তী ও তাঁর গাড়ি রূপক দাসের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন ছিল। মাথায় ভারী কিছু দিয়ে জোর আধাত করা হয়েছে। রক্ত জমাট বেঁধে ছিল। পুলিশের অনুমান, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, খুনটা হয়তো সেখানে হয়নি। অন্য কোথাও খুন করা হয়েছে। তার পরে দেহ ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ চালককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন গাড়ির মালিক সুমন চক্রবর্তী।

ধর্মঘট উঠলেও কমেনি আলুর দাম, চরম ক্ষুব্ধ আমজনতা

পরিবারের অভিযোগ কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে খুন করেছে। সুমনের দাদা রূপক চক্রবর্তী বলেন, ‘কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কি না, জানা নেই। তবে বাড়ি থেকে কেউ ডেকে নিয়ে গিয়ে খুন করেছে বলে ভাইয়ের স্ত্রী দাবি করছে।’ স্বাভাবিক এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবারে নেমেছে শোকের ছায়া। তবে তাঁরা জানাচ্ছেন, প্রাথমিক শোকের ধাক্কা সামলে উঠে পুলিশকে সর্বতোভাবে সহায়তা করবেন তাঁরা, যাতে দ্রুত অপরাধীরা ধরা পড়ে।