একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়ায়, বিধাননগরে দাঁড়াবে এক নতুন লোকাল

কলকাতা: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন৷ ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা৷ ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল…

কলকাতা: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন৷ ফের ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা৷ ১১ ফেব্রুয়ারি রবিবার হওড়া থেকে একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷ কারণ হিসেবে জানা গিয়েছে, সমুদ্রগড় এবং ধাত্রিগ্রাম স্টেশনের মধ্যে সাবওয়ে তৈরির কাজ শুরু হয়েছে৷

বাতিল থাকবে ব্যান্ডেল থেকে 37745, 37747, 37749, হাওড়া থেকে 37911, 37913, 37915, 37917, 37235, শিয়ালদহ থেকে 31111, কাটোয়া থেকে 37914, 37916, 37918, 37920, 37922, 37744, 37746, 31112, 03061 ও আজিমগঞ্জ থেকে 03062 নম্বর ট্রেন৷ এদিন 15643 পুরী–কামাখ্যা এক্সপ্রেস, ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, গুমানি, নিউ ফারাক্কা হয়ে বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি থেকে ট্রেনটিকে ঘুরপথে যাবে৷

অন্যদিকে, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালের নতুন স্টপেজের ঘোষণা করছে রেল৷ আগে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি বিধাননগর স্টেশনে দাঁড়াত না৷ ১২ ফেব্রুয়ারি থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷