ভিড়ের চাপে লাইনে পড়ে মৃত্যু! প্রশ্নের মুখে রেল

   বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদহ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। লাইন রক্ষণাবেক্ষণ এবং ইন্টারলকিং-জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের…

Multiple Local Trains in Kolkata to be Cancelled This Week: Get the Details
  

বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদহ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। লাইন রক্ষণাবেক্ষণ এবং ইন্টারলকিং-জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের জন্য আগামী বাতিল হয়েছে বহু ট্রেন। শুধু তাই নয় সংক্ষিপ্ত করা হয়েছে বহু ট্রেনের যাত্রাপথ। ফলে চরম অসুবিধার মুখে পড়েছে বহু যাত্রী। মূলত শিয়ালদহে মেন শাখায় শুক্রবারে যাত্রী ভোগান্তি চরমে ওঠে। ট্রেনে ভিড়ের চাপে রেললাইনে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা সামনেই আসতেই রেলকে দায়ী করেছে যাত্রীদের একাংশ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে শুক্রবার সকালে শিয়ালদহ মেইন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যান মহম্মদ আলি হাসান আনসারি নামে এক যুবক। ২২ বছরের আলিকে বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত যুবক টিটাগড় ১০ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা।

   

আবার অন্যদিকে এই যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে বি এন বোস হাসপাতালের বিরুদ্ধে। তাঁর পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ চিকিৎসা হয়নি বলেই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে তাণ্ডব চালায় এদিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। বি এন বসু হাসপাতালের সুপার ডঃ অমিতাভ ভট্টাচার্য হাসপাতালের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।