Heat wave:কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যু, সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

কলকাতার বুকে হিট স্ট্রোকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। সূত্র মারফৎ জানা গিয়েছে কলকাতার বুকে এক ২৬ বছরের যুবকের মৃত্যু ঘটেছে। এই বছর প্রথম হিট স্ট্রোকে…

Devastating Heat Wave Claims Over 100 Lives in Mexico

কলকাতার বুকে হিট স্ট্রোকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। সূত্র মারফৎ জানা গিয়েছে কলকাতার বুকে এক ২৬ বছরের যুবকের মৃত্যু ঘটেছে। এই বছর প্রথম হিট স্ট্রোকে মৃত্যুর খবর এই প্রথম।  এমনিতেই মঙ্গলবার তীব্র দহনজ্বালার পূর্বাভাস ছিল। সেইমতো এইদিন কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। ফিল লাইক মনে হয়েছে ৪৭! গত পঞ্চাশ বছরে এটা রেকর্ড গরমের এপ্রিল বলে মনে করা হচ্ছে। সেই মোতাবেক বারবার সকলকে সতর্ক করা হয়েছে যে এই গরমে কেউ যেন দরকার না ছাড়া বাইরে না বেরোয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন রানা। তিনি বাগুইআটির বাসিন্দা। সোমবার দুপুরে কোনও এক বিশেষ কাজে মধ্য কলকাতায় গিয়েছিলেন তিনি। রাস্তার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। বড়বাজার থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। এই খবর বাইরে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত হাওয়া অফিস সূত্রে খবর এই গোটা সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। তবে উত্তরে বৃষ্টির সামান্য পূর্বাভাস আছে। তবে আগামী সপ্তাহের পর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু এই সপ্তাহ জুড়ে সকলে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল।

   

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সময় রোদে বেরোলে অবশ্যই টুপি, ছাতা, সানগ্লাস সঙ্গে রাখুন।  প্রচুর পরিমাণে জল এবং ওআরএস খান। প্রয়োজন ছাড়া রোদে বেরোতে বারণ করা হচ্ছে। সরাসরি রোদের আলোতে থাকতেও বারণ করা হয়েছে। শুধু তাই নয়, এই রোদে ঘাম না হলেই সতর্ক হতে বলা হচ্ছে।