মুসলিম হয়ে বিজেপি করার খেসারত! বাড়ি ভাঙচুর করল তৃণমূল

মুসলিম হয়ে বিজেপি(BJP) হওয়ার করার অপরাধ!সংখ্যালঘু বিজেপি নেতার বাড়িতে তুমুল ভাঙচুর করল তৃণমূল(TMC) আশ্রিত দুষ্কৃতীরা। লোকসভা ভোটের সপ্তম দফার আগে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল হুগলীর…

BJP LEADER WAS BRUTALLY TOURTURE BY TMC

মুসলিম হয়ে বিজেপি(BJP) হওয়ার করার অপরাধ!সংখ্যালঘু বিজেপি নেতার বাড়িতে তুমুল ভাঙচুর করল তৃণমূল(TMC) আশ্রিত দুষ্কৃতীরা। লোকসভা ভোটের সপ্তম দফার আগে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল হুগলীর আরামবাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের মইউদ্দিন মল্লিকের বাড়িতে ভাঙচুর করা হয়।

জানা গিয়েছে আক্রান্ত বিজেপি নেতা বিজেপির সংখ্যালঘু বুথ সভাপতি। তাঁর অভিযোগের সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতার দাবি নির্বাচনের দিন তিনি তাঁর বুথে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন। সেই সময়েই তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। ভোট মিটতেই মঙ্গলবার রাতে তিনি ও তাঁর পরিবারের লোকজন যখন বাড়িতে ঘুমিয়ে ছিলেন, তখন তৃণমূলের মদতপুষ্ঠ স্থানীয় এক দুস্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।

Advertisements

এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ, কেন সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন, মইনুদ্দিনকে তা নিয়ে গালিগালাজ করা হয়। এই সময় তাঁর বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালানো হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপি সংখ্যালঘু নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টেরই এক পরিচিত ব্যক্তি। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই।