Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৬, ধৃত বেড়ে ৯

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৬ জন। বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে ৯। তাদের আজ আলিপুর কোর্টে তোলা হবে। যাদের গ্রেফতার…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৬ জন। বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে ৯। তাদের আজ আলিপুর কোর্টে তোলা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন প্রাক্তনী ও তিনজন বর্তমান পড়ুয়া। এরা প্রত্যেকেই ঘটনার দিন ইউনিভার্সিটিতে থাকলেও তার পরের দিন যখন পুলিশের ধরপাকড় শুরু হয় তখন পালিয়ে যায় অন্যত্র।

পরবর্তী সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এই সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ সহ অন্য এক ছাত্রকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ঐদিন ঘটনাস্থলের কারা কারা ছিল। ৮ থেকে ৯ জন যারা উপস্থিত ছিল তারা কোথায় রয়েছে। খোঁজখবর করতেই পুলিশ এদের সন্ধান পায়।

   

অবশেষে সারারাত ধরে জিজ্ঞাসাবাদ করার পরে ৬ জনকে গ্রেফতার করা হয়। অর্থাৎ এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। গ্রেফতার হওয়া তিনজন এবং মৃত ছাত্রের ফোনটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তকারীদের অনুমান সেখানে থাকা বেশ কিছু তথ্য সহ হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে।

এর সঙ্গে যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজ আলিপুর কোর্টে পাঠানো হবে। এছাড়াও পুলিশ জানিয়েছে আগের তিনজন এবং নতুন করে গ্রেফতার হওয়ার ৬ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

কারণ কুড়ি জন প্রাক্তনী যারা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তীকালে হোস্টেল থেকে পালিয়ে যায়। তাদের এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাই এদের চিহ্নিতকরণ করার প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা।