Covid: ফের ভয় ধরাচ্ছে কোভিড,কলকাতায় আক্রান্ত ৫

ভোটের মুখে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড! কলকাতার বুকে গত এক সপ্তাহ আক্রান্ত হয়েছেন পাঁচ জন।  জানা গিয়েছে, শহরে গত ৭দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। আক্রান্তরা…

covid

ভোটের মুখে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড! কলকাতার বুকে গত এক সপ্তাহ আক্রান্ত হয়েছেন পাঁচ জন।  জানা গিয়েছে, শহরে গত ৭দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে।দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল সূত্রে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলেই কলকাতারই বাসিন্দা। তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমাফিক কোভিড পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।

আরও জানা গিয়েছে যে, গত ৯মে থেকে ১৫মে অবধি কলকাতার বুকে কোভিড আক্রান্তের সংখ্যা ৫। তবে পরিস্থিতি একদমই উদ্বেগের নয় বলে জানা গিয়েছে। জেনেরেল ফিজিশিয়ন প্রীতম বোস কলকাতা ২৪x৭ ফোনে জানালেন যে, ভয়ের কিছু নেই। এইগুলো খুব সামান্য কেস। পেশেন্টদের হিস্ট্রি ঘাঁটলে দেখা যেতে পারে হয়ত কারুর কোনও সমস্যা ছিল কিনা। আবার অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জেনেরেল সার্জেন অমৃতা গন জানালেন যে, ”এই ঘটনা যদি একই হাসপাতালের হয়ে থাকে, তাহলে হাসপাতালের গত পনেরো দিনের হিস্ট্রি ঘেঁটে দেখতে হবে। তবে ভয়ের কিছু নেই। অন্তত আমাদের হাসপাতালে এমন ঘটনা শুনিনি।”

   

হাসপাতাল সূত্রে খবর, রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এঁরা সবাই কি করোনার নতুন উপপ্রজাতি কেপি পয়েন্ট টুয়ে সংক্রমিত হয়েছেন? বিশেষজ্ঞরা বলছেন, জিনোম সিকোয়েন্সিং করলে বিষয়টি স্পষ্ট হবে। অন্যদিকে মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।