Weather: বঙ্গে সামান্য বৃষ্টিতে স্বস্তি দিলেও, ঝড়ে প্রাণ গেল চারজনের

বিগত কিছুদিনের গরমে ক্ষণিকের স্বস্তি দিল বৃষ্টি। তবে রবিবারের ক্ষণিকের বৃষ্টিতে প্রাণ গেল চারজনের। সূত্র মারফত জানা গিয়েছে হুগলির তারকেশ্বর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, পূর্ব…

strom

বিগত কিছুদিনের গরমে ক্ষণিকের স্বস্তি দিল বৃষ্টি। তবে রবিবারের ক্ষণিকের বৃষ্টিতে প্রাণ গেল চারজনের। সূত্র মারফত জানা গিয়েছে হুগলির তারকেশ্বর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, পূর্ব বর্ধমানের মেমারিত এবং হুগলির পুরশুড়ায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাজ পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে একজনের মৃত্যুর কারণ হিসেবে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ার কথা জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িশার উপরে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই রবিবার সকাল থেকে বৃষ্টি হয়! ব্রজপাতের ঘটনাও ঘটে। যদিও এই বিষয়ে আগাম সতর্কবাতা ছিল। উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। সোমবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৮ থেকে ১০ তারিখ অবধি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। ১১ তারিখ বৃষ্টি বাড়ার সম্ভবনা আছে।

   

এই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা সব জায়গায় প্রায় ৫ –৬ ডিগ্রি কমে যাবে। কলকাতাতে রবিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, এই বৃষ্টিতে ৩০-৩১ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে।