দিল্লি থেকে রাজ্যে উড়ে এল ২০ জনের ইডির টিম

দিল্লি থেকে রাজ্যে উড়ে এলেন ২০ জনের ইডির টিম। ফলে কিছুটা হলেও সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল বলে দাবি বিশিষ্ট মহলের। গোরু পাচার থেকে…

দিল্লি থেকে রাজ্যে উড়ে এলেন ২০ জনের ইডির টিম। ফলে কিছুটা হলেও সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দল বলে দাবি বিশিষ্ট মহলের। গোরু পাচার থেকে শুরু করে এসএসসি দুর্নীতিকাণ্ড, এই দুই ঘটনায় অস্বস্তিতে রাজ্যের তৃণমূল সরকার। রাজ্যজুড়ে একাধিক জায়গায় পালা করে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি (ED), সিবিআই (CBI)-এর আধিকারিকরা।

 

সূত্র বলছে, আগামী দিনে রাজ্যজুড়ে বিরাট অভিযান শুরু হতে চলেছে। মঙ্গলবারেই উপস্থিত হয়েছে ইডির ২০ জন আধিকারিক। এরপর বুধবার বৈঠকের পরেই বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইডি। শোনা যাচ্ছে, আগামী দিনে বিশেষ পরিকল্পনা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় হাজতবাসে পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৫০ কোটি টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে ইডির আধিকারিকরা। আগামী দিনে জেলায় জেলায় বিরাট অভিযান শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঘটনার তথ্যতালাশ করতে চান ইডির আধিকারিকরা।

এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলাতেও অভিযানে নামবে ইডি।