BJP: জাতীয় সঙ্গীত অবমাননায় অভিযুক্ত বিজেপি বিধায়করা

এক ডজনের বেশি BJP বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে রাজনৈতিক মহল সরগরম। ওই বিধায়কদের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল তৃ়নমূল। বিজেপির বিরুদ্ধে জাতীয়…

এক ডজনের বেশি BJP বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে রাজনৈতিক মহল সরগরম। ওই বিধায়কদের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল তৃ়নমূল। বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ। মনোজ টিগ্গা শংকর ঘোষ সহ ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা। তৃণমূলের পরিষদীয় দলের নালিশে এবার হেয়ার স্ট্রীট থানায় মামলা দায়ের হয়েছে। গতকালই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে জাতীয় সংগীত অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। এবার হেয়ার স্ট্রীট থানায় মামলা দায়ের হল।

গতকাল শহরে যখন অমিত শাহ এসেছিলেন সেই সময় জোড়া কর্মসূচি ছিল একদিকে তৃণমূলের কর্মসূচি একদিকে বিজেপির কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা কর্মসূচি পালন করছিল। সেই সময়ে অভিযোগ বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ দেখান ও জাতীয় সংগীত অবমাননা করেন। তাই গতকালই পরিষদীয় দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায় তারা লিখিতভাবে বিধানসভার স্পিকার এর কাছে অভিযোগ দিয়েছিলেন। বিধানসভার রেজিস্টার এক ঘটনাটি হেয়ার স্ট্রীট থানায় ফরওয়ার্ড করে। তার প্রেক্ষিতেই বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, নিঃশব্দে শব্দহীনভাবে জাতীয় সংগীত করেছে আমরা এখানে ছিলাম আমাদের কানে পর্যন্ত পৌঁছায়নি কোথাও জাতীয় সংগীত হয়েছে বলে। এখানে জাতীয় সংগীত হয়েছে বলে আমার কানে আসেনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে গিয়ে ভুল ভাবে জাতীয় সংগীত গাওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলা চলছে। বাংলাদেশ থেকে প্রবেশকারীদের যারা ভোটার কার্ড দেওয়ার কথা বলে তারা যখন জাতীয় সংগীতের কথা বলে সেটা কাঁঠালের আমসত্ত্বের মত ব্যাপার দাঁড়ায়। তৃণমূল কংগ্রেস রাজ্যটিকে পশ্চিমবঙ্গ দেশ বানাতে চায়। ফলে তাদের মুখে জাতীয় সংগীত এর কথা শোনাটা আমাদের কাছে একটু কষ্টদায়ক।

এ ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলছেন, জাতীয় সংগীত অবমাননা ইজ আ ক্রাইম। আমি আশা করব আইন আইনের পথে যাবে কারণ আমরা যে কোন দল করতে পারি যেকোনো জাতির মানুষ হতে পারি কিন্তু জাতীয় সংগীত সবার মাথার ওপর। আমরা ভারতবাসী। জাতীয় সংগীতকে এভাবে অবমাননা করে আমরা ধিক্কার জানাই।