যাত্রীদের জন্য নয়া চমক, আর দিতে হবে না টোল ট্যাক্স!

হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্যে মাসিক পাস চালুর ভানচিন্তা শুরু করছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। প্রাইভেট গাড়িতে যাত্রা করা সাধারণ মানুষকে…

New Toll System: Exciting Update for Travelers, No More Toll Tax to Pay!

হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্যে মাসিক পাস চালুর ভানচিন্তা শুরু করছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। প্রাইভেট গাড়িতে যাত্রা করা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং টোল প্লাজায় গাড়ির ভিড় কমাতে এই পাস ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে সরকার।

ট্রেনে, বাসে, ট্রামে, মেট্রোয় এতদিন মাসিক পাস ব্যবস্থা দেখে এসেছে সাধারণ মানুষ। সময়ের বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে নিজস্ব গাড়ির ভিড়। মানুষের চাহিদাতেও পরিবর্তন আসছে। হাইওয়েতে গাড়ির ভিড়ে সময় নস্ট হয় মানুষের। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, টোল থেকে উপার্জিত মোট অর্থের ২৬ শতাংশই আসে প্রাইভেট গাড়ি থেকে। আর বাকি ৭২ শতাংশ আসে কমার্শিয়াল গাড়ি থেকে। তাই এবার স্থানীয়দের জন্যে পাশ ব্যাবস্থার(Toll System)কথা ভাবছে কেন্দ্র।

   

নীতিন গডকড়ি বলেন,’আমরা মাসিক বা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি প্রাইভেট গাড়ি জন্যে। সার্বিক ভাবে এটা মোট উপার্জনের ওপর প্রভাব ফেলবে না।’ তিনি আরও জানান, হাইওয়ের সব টোল বুথ গ্রামের সীমানার বাইরে করা হবে। স্থানীয়দের যাতে গাড়ির যানজটে কোনও সমস্যা না হয়, তার জন্যেই এই ব্যবস্থা চালু করা হবে। এদিকে টোল ব্যবস্থাতেও বদল আনার কথা ভাবছে সরকার। গডকড়ির কথায়, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল ব্যবস্থা(Toll System)চালু করা হবে পরীক্ষামূলক ভাবে। টোল ব্যবস্থার(Toll System) আধুনিকীকরণই সরকারের লক্ষ্য।

যদি গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালু করে টোল নেওয়া শুরু হয় তবে কোনও টোল প্লাজারই প্রয়োজন পড়বে না। এতে হাইওয়েতে যানজটের সম্ভাবনা কমে যাবে। এই গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালুর জন্যে গাড়িগুলিতে ‘অনবোর্ড ইউনিট’ বসানো থাকতে হবে। সেই অনবোর্ড ইউনিট থেকেই সিগন্যাল পেয়ে গাড়ির গতিবিধির ওপর নজর রাখতে পারবে গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই ব্যবস্থা চালু করা সম্ভব হলে প্রাইভেট গাড়ির জন্যে অনেক সুবিধা হবে। এরই সঙ্গে দেশ জুড়ে পরিবহণ পরিকাঠামো আরও ‘স্মার্ট’ হয়ে উঠবে। এই ব্যাবস্থা চালু হলে কেন্দ্র সরকার দেশকে
আধুনিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাবে।