Zubeen Garg Death: আকস্মিক মৃত্যুর তদন্তে গ্রেফতার শেখরজ্যোতি, ষড়যন্ত্রের আভাস?

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর: অসম তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতের সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুর পর। ১৯…

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর: অসম তথা সমগ্র উত্তর-পূর্ব ভারতের সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুর পর। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান তিনি। প্রথমে ঘটনাটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু মৃত্যুর পর থেকেই একাধিক প্রশ্ন ঘিরে ধরেছে গোটা ঘটনা। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল? এর পেছনে কি কোনও ষড়যন্ত্র কাজ করছে? এই রহস্যের সমাধানেই গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা SIT।

তদন্তের অগ্রগতিতে এসেছে নতুন চাঞ্চল্য। মঙ্গলবার, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর, গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার একদিনের মধ্যেই গ্রেফতার করা হয়েছে শেখরজ্যোতি গোস্বামীকে। প্রায় এক বছর ধরে জুবিন গর্গের সঙ্গে কাজ করছিলেন শেখরজ্যোতি। তদন্তে উঠে এসেছে, তাঁর আমন্ত্রণেই সেদিন স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন গায়ক। কিন্তু অজানা কারণে জলেই অসুস্থ হয়ে পড়েন জুবিন এবং আর জীবিত ফেরা হয়নি।

   

এই ঘটনার পর থেকেই শেখরজ্যোতির ভূমিকা সন্দেহজনক বলে মনে করে তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, SIT ইতিমধ্যেই জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হতে পারে।

তদন্ত এখানেই থেমে নেই। সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়া হতে পারে। গোটা ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে, কোনও অস্বাভাবিকতা ধরা পড়লে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, সত্য উদ্ঘাটনে কোনও খামতি রাখা হবে না।

উল্লেখযোগ্যভাবে, ২০ ও ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে চলা ছিল ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’। সেখানে জুবিন গর্গের পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগের দিনই ঘটে গেল এই মর্মান্তিক মৃত্যু। আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা হলেও, অসম সরকারের ধারণা, এর পেছনে থাকতে পারে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র।

২৪ সেপ্টেম্বর গুয়াহাটির সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় জুবিন গর্গের শেষকৃত্য। তাঁর বোন পামে বোর ঠাকুর শেষকৃত্য সম্পন্ন করেন। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত থেকে তাঁদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এই বিপুল জনসমাগম দেখে জুবিনের শেষকৃত্য অনুষ্ঠান লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান পেয়েছে।

অসমের সংগীত আকাশে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে এই অকালপ্রয়াণ। শুধু শিল্পী নয়, একজন সমাজকর্মী ও সংস্কৃতির দূতের মৃত্যুতে শোকাহত গোটা উত্তর-পূর্ব ভারত। তবে সরকার ও তদন্তকারী সংস্থা আশ্বাস দিয়েছে, যদি এই মৃত্যুর পেছনে কোনও ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে দোষীদের আইনের হাতে তুলে দেওয়া হবে।

এখন চোখ গোটা দেশের সংগীতপ্রেমীদের SIT-এর পরবর্তী পদক্ষেপের দিকে। শেখরজ্যোতির গ্রেপ্তারির পর তদন্তে একের পর এক নতুন তথ্য উঠে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে— জুবিন গর্গের মৃত্যু হয়তো স্রেফ একটি দুর্ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে অনেক গভীর রহস্য।

 

❓ FAQs

Q1. জুবিন গর্গের মৃত্যু কবে হয়েছিল?
👉 ১৯ সেপ্টেম্বর ২০২৫, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময়।

Advertisements

Q2. তদন্তে কাকে গ্রেফতার করা হয়েছে?
👉 শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে SIT।

Q3. কেন শেখরজ্যোতির ভূমিকা সন্দেহজনক ধরা হচ্ছে?
👉 তাঁর আমন্ত্রণেই জুবিন গর্গ স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। ঘটনার পর থেকে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে।

Q4. SIT তদন্তে আর কারা নজরদারিতে?
👉 গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য।

Q5. শেষকৃত্য কোথায় সম্পন্ন হয়েছিল?
👉 ২৪ সেপ্টেম্বর গুয়াহাটির সোনাপুরের কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায়।

Q6. এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা?
👉 তদন্তে উঠে আসছে, এর পেছনে থাকতে পারে পরিকল্পিত ষড়যন্ত্র।

 

🔑 Zubeen Garg SIT investigation, Zubeen Garg death news, Assam singer death mystery, North East Festival 2025

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News