জুবিন মৃত্যু রহস্যে নতুন মোড়, দেহরক্ষীদের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের হদিশ

Zubeen Garg death probe

গুয়াহাটি: জুবিন গর্গের মৃত্যুর তদন্তে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। এবার সামনে এল চাঞ্চল্যকর আর্থিক তথ্য-গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর (PSO) ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলেছে প্রায় এক কোটি টাকার লেনদেনের হদিশ। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর এই অনুসন্ধানেই এবার নড়েচড়ে বসেছে অসম সরকার।

Advertisements

ইডি এবং আয়কর দফতরের কাছে তদন্তের অনুরোধ

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ইডি এবং আয়কর দফতরের কাছে বিষয়টি তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় সংস্থাগুলিকে জানিয়েছি, তারা যেন এই আর্থিক দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করে। আশা করি, তদন্ত দ্রুত এগোবে।”

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনক পরিস্থিতিতে প্রাণ হারান উত্তর-পূর্ব ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ। সেদিন তিনি সাগরে সাঁতার কাটতে নামার পর আর উপরে উঠতে পারেননি। তিনি সেখানে গিয়েছিলেন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর চতুর্থ সংস্করণে অংশ নিতে—যার প্রধান উদ্যোক্তা ছিলেন শ্যামকানু মহন্ত ও তাঁর সংস্থা।

মৃত্যুর সময় উপস্থিত ছিলেন আটজন Zubeen Garg death probe

তদন্ত সূত্রে জানা গিয়েছে, জুবিনের মৃত্যুর সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আটজন। তাঁদের মধ্যে মাত্র একজন—রূপকমল কালিতা—এখনও পর্যন্ত সিআইডির তলবে সাড়া দিয়েছেন। বাকি সাতজন এখনও হাজির হননি। মুখ্যমন্ত্রী বলেন, “রূপকমল কালিতা জানিয়েছেন, তিনি মঙ্গলবার গুয়াহাটিতে আসবেন। বাকিরা নানা অজুহাত দেখাচ্ছেন। তবে একজন এলে আশা করছি, অন্যরাও আসবেন।”

Advertisements

এদিকে রাজ্যজুড়ে এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে। জুবিনের মৃত্যু ঘিরে অসম জুড়ে ইতিমধ্যেই ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। প্রধান অভিযুক্ত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত-সহ গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

দেহরক্ষীদের অ্যাকাউন্টে বিপুল আর্থিক লেনদেন

তদন্তকারীরা মনে করছেন, দেহরক্ষীদের অ্যাকাউন্টে এই বিপুল আর্থিক লেনদেনই হয়তো পুরো ঘটনার পেছনের জট খুলে দিতে পারে। আর সেই কারণেই এখন নজর পুরোপুরি অর্থের দিকেই—কোথা থেকে এল এই টাকা, কার নির্দেশে, এবং এর সঙ্গে জুবিন গার্গের মৃত্যুর যোগ কোথায়।