লখনউ: সংশোধিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ছড়িয়েছে অশান্তি। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বিক্ষোভ, বোমাবাজি, বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মাঝে তীব্র রাজনৈতিক তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে যোগী বলেন, “বাংলা জ্বলছে, আর দিদি চুপ করে বসে আছেন। যারা মুখে শান্ত হয় না, তাদের ‘ডান্ডা’ দিয়েই বুঝিয়ে দিতে হয়।” মঙ্গলবার উত্তরপ্রদেশের হারদোই-তে এক জনসভা থেকে এই কড়া বার্তা দেন তিনি।
যোগীর সোজাসাপ্টা বার্তা: “বাংলায় আইন-শৃঙ্খলা গায়েব” Yohi Adityanath on Murshidabad violence
যোগীর দাবি, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি লেগেই থাকত। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই চিত্র বদলে গিয়েছে। তাঁর মতে, “বিক্ষোভকারীদের ছাড় দিলে তারা মাথায় চড়ে বসে। বাংলার সরকার ঠিক সেটাই করছে। নিরপেক্ষতার নামে উস্কানি দিচ্ছে।”
তিনি এদিন একটি হিন্দি প্রবাদ ব্যবহার করে বলেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় —“যারা কথা শুনছে না, তাদের লাঠিপেটা করেই নিয়ন্ত্রণ করতে হয়।” এর পর আরও বিস্ফোরক মন্তব্য করেন যোগী৷ তিনি বলেন, “বাংলাদেশ এতই পছন্দ? তাহলে সেখানেই চলে যান না৷” শুধু মমতা নন, কংগ্রেস ও সমাজবাদী পার্টিকেও তোপ দেগেছেন যোগী। তাঁর প্রশ্ন, “বাংলার পরিস্থিতি নিয়ে তারা চুপ কেন? বাংলাদেশে যা হচ্ছে, তারও নাকি তারা সমর্থন করছে!”
ব্যাপক উত্তেজনা Yohi Adityanath on Murshidabad violence
তিনি বলেন, “যদি বাংলাদেশ এতই ভালো লাগে, তাহলে সেখানেই চলে যান। ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ব্যাপক উত্তেজনার জেরে মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে৷ একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়েছে।
এই ইস্যু ঘিরে রাজনৈতিক তাপমাত্রাও চড়ছে। কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব যেমন বাড়ছে, তেমনই বিজেপি ও তৃণমূলের মধ্যে ধর্মীয় রাজনীতির সুর আরও গাঢ় হয়েছে।