উত্তরপ্রদেশে বড় সংকট! দশে দশ না পেলে ‘ডাহা ফেল’ যোগী

লোকসভা ভোটে উত্তরপ্রদেশে মোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। গত লোকসভায় ৮০ টির মধ্যে ৬৪ টি আসন দখলে রাখলেও এবার সেই আসন সংখ্যা নেমে ৩০…

Yogi and Modi

লোকসভা ভোটে উত্তরপ্রদেশে মোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। গত লোকসভায় ৮০ টির মধ্যে ৬৪ টি আসন দখলে রাখলেও এবার সেই আসন সংখ্যা নেমে ৩০ এর ঘরে ঠেকেছে। আর তারপরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে দোষারোপের পালা শুরু হয় হয় গেরুয়া শিবিরের অন্দরে। এমনকী যোগীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অমিত শাহ সরাতে চান বলেও গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। তবে তখন গদি না টললেও আসন্ন ১০ টি আসনে উপনির্বাচন কিন্তু বড় পরীক্ষা হতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য। তার কারণ উপনির্বাচনের ১০ টি আসনেই যদি ‘পদ্মফুল’ না ফোটে তাহলে হয়তো গদি ছাড়তে হতে পারে হিন্দুত্ববাদের এই পোস্টার বয়কে।

UGC NET: পুনরায় নেট পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করল এন্টিএ, কবে থাকছে কোন বিষয়? জেনে নিন

   

যদিও এমনটা হলে তা বিজেপির জন্য হয়তো মোটেও সুখকর হবে না। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। বিজেপির এক প্রবীণ নেতার কথায়, “বুলডোজ়ার বাবা এখন এতটাই জনপ্রিয় এবং ক্ষমতাশালী যে, তাঁকে সরানো হলে তিনি কার খুঁটি উপড়ে ফেলবেন, কে জানে!”

কিন্তু বিজেপি শিবিরের প্রশ্ন হল, বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তিন রাজ্যের ভোটের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরানো হলে বিজেপির মধ্যে তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে। সে ক্ষেত্রে তার প্রভাব গোটা দলে পড়ার আশঙ্কা রয়েছে।

Agra-Lucknow Expressway: স্টিয়ারিংয়ে হাত রেখেই ঘুম বাসের চালকের, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনায় মৃত অন্তত ৭

উল্টো দিকে, অখিলেশ যাদবও প্রস্তুতি শুরু করেছেন। তাঁদের দাবি ১০ টির মধ্যে সাতটি আসনেই জিতবেন তাঁরা। সমাজবাদী পার্টি সূত্রের ব্যাখ্যা, যে দশটি আসনে উপনির্বাচন হবে, তার মধ্যে করহল, মিল্কীপুর, সীসামউ, কুনর্কী, কটহরী এমনিতেই এসপি-র দখলে ছিল। এর মধ্যে করহলে অখিলেশ যাদব নিজে বিধায়ক ছিলেন। তিনি কন্নৌজ থেকে সাংসদ হয়েছেন। সেখানে অখিলেশের ভাইপো তেজপ্রতাপকে প্রার্থী করা হবে। অযোধ্যার মিল্কীপুরে গত ন’দফায় বিধায়ক ছিলেন অবধেশ প্রসাদ। এই এসপি নেতা রামমন্দির যে লোকসভা কেন্দ্রের আওতায়, সেই ফৈজ়াবাদে বিজেপিকে হারিয়েছেন।

জামিন পেয়েও মিলল না স্বস্তি! তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তলব ইডির

মিল্কীপুরে অবধেশের ছেলে অজিত প্রসাদকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। মুরাদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত কুনর্কী কেন্দ্র এসপি-র শক্ত ঘাঁটি। সীসামউতে এসপি নেতা ইরফান সোলাঙ্কির একটি মামলায় জেল হয়েছে। কিন্তু সেখানে মানুষের সহানুভূতি তাঁর সঙ্গে রয়েছে।

তবে উত্তরপ্রদেশ বিজেপির দাবি, বিধানসভা উপনির্বাচনে হারলে যোগীর গদি নড়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু বছর শেষে তিন রাজ্যে ভোটের আগে মুখ্যমন্ত্রী বদল হলে তা বিজেপির পক্ষে বড় ক্ষতি হতে পারে।