পাঁচ হাজার বছর আগে ইসলামই ছিল না! মন্দির-মসজিদ বিতর্কে যোগী আদিত্যনাথ

লখনউ: হাতে আর মাত্র তিনদিন৷ তার পরেই শুরু হয়ে যাবে মহাকুম্ভ মেলা৷ তার আগে বৃহস্পতিবার  ‘আজতক’-এর তরফে একটি ‘ধর্ম সংসদ’-এর আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত…

Yogi Adityanath comments on temple mosque

লখনউ: হাতে আর মাত্র তিনদিন৷ তার পরেই শুরু হয়ে যাবে মহাকুম্ভ মেলা৷ তার আগে বৃহস্পতিবার  ‘আজতক’-এর তরফে একটি ‘ধর্ম সংসদ’-এর আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন অনেক ধর্মীয় নেতারা৷ অংশ নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ ওই অনুষ্ঠানে দেশে বিভিন্ন মন্দির-মসজিদ বিতর্কের পুনরুত্থান নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ঐতিহ্য পুনরুদ্ধার করা খারাপ কিছু নয়।” এই অনুষ্ঠানে সেখানে তিনি শাহী জামা মসজিদ বিতর্ক এবং সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গে কথা বলেন। (Yogi Adityanath comments on temple mosque)

শাহী জামা মসজিদ প্রসঙ্গ Yogi Adityanath comments on temple mosque

গত বছর আদালতের নির্দেশে শাহী জামা মসজিদে জরিপের কাজ শুরু হলে হিংসা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আদিত্যনাথ বলেন, ‘‘ভারত মুসলিম লিগের মনোভাব নিয়ে চলবে না। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সবসময়ই শানিত হয়ে এসেছে।’’ তিনি আরও জানান, পুরাণে সম্বলকে কল্পিকির জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এখানকার ধর্মীয় গুরুত্বকে আরোও বাড়িয়ে তুলেছে।’’

   

আস্তিনে নীচে লুকানো সাপ Yogi Adityanath comments on temple mosque

‘এক হ্যায় তো, সেফ হ্যায়, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে’ এই ধরণের স্লোগান উস্কানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য নয়? যোগীর বক্তব্য, লোকসভা ভোটের সময় ইন্ডিয়া জোট অপপ্রচার করেছিল, বিদেশি টাকা লাগানো হয়েছিল৷ ওঁরা বারবার সংবিধানের গলা টিপে ধেরেছে৷ সংবিধানে কখনও সেকুলার শব্দটি ছিল না, পরে আনা হয়েছে, ওই দলগুলির জন্য। এখন ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, বিভেদ সৃষ্টিকারী ওই সব নেতারা, যাঁরা ভারতে জাতিগত বৈষম্য ছড়াচ্ছেন। এরা ভারতের বাইরে গিয়ে ভারতেরই বদনাম করে। এই সব নেতারা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আস্তিনে নীচে লুকিয়ে থাকা সাপ৷ এরা ভারতে বিভেদ সৃষ্টির ভয়ঙ্কর খেলা খেলছে।

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ইসলাম প্রধান কোনও দেশে ইসলামের কোনও ধর্মীয় অনুষ্ঠানের বিরোধিতা করার ক্ষমতা আছে আপনার? ভারতকে ধর্মশালা পেয়েছেন? রাম মন্দিরের উদ্বোধনে অনেকেই আসেননি৷ ভোটব্যাঙ্কের চিন্তা করেছেন। অথচ ভারতের সনাতন ধর্ম নিয়ে ওদের চিন্তা নেই।

পাঁচ হাজার বছর আগে মুসলিম ধর্মই ছিল না Yogi Adityanath comments on temple mosque

তাঁর কথায়, পাঁচ হাজার বছর আগে মুসলিম ধর্মই ছিল না৷ ইসলামই যখন ছিল না, তখন সম্বলে জামা মসজিদ কোথা থেকে আসবে? এটা তো আইন ই আকবর-এই আছে। কোনও সানতন ধর্মের প্রতীকে বিবাদের জায়গাই নেই।

এর পাশাপাশি গঙ্গার পরিচ্ছন্নতা নিয়ে আদিত্যনাথ মরিশাসের প্রধানমন্ত্রীকে ২০১৩ সালের কুম্ভ মেলায় গঙ্গা স্নান না করার ঘটনা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘‘সাম্প্রদায়িক সরকার যেভাবে গঙ্গার দূষণ ঘটিয়েছিল, তাতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। কিন্তু এখন ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে গঙ্গা পরিষ্কার হয়েছে।’’

অপরদিকে, আদিত্যনাথ ওয়াকফ বোর্ডকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘প্রতিটি ওয়াকফ সম্পত্তির খতিয়ে দেখা হবে এবং যথাযথ মালিকদের কাছে জমি ফেরত দেওয়া হবে।’’ তিনি আরও বলেন, “কুম্ভ মেলা ও ভারতের ঐতিহ্য রক্ষার জন্য সরকার সবসময় প্রস্তুত থাকবে।’’