Wrestlers Protest: রাস্তায় শেষ বিক্ষোভ! আদালতেই হবে ব্রিজভূষণ-কুস্তিগীর দঙ্গল

যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশ সভাপতি পদে থাকা ব্রিজভূষণের বিরুদ্ধে আর অবস্থান আন্দলন করবেন না (Wrestlers Protest) প্রতিবাদী কুস্তিগীররা। তাঁরা ফের অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিলেন। আপাতত পিছিয়ে গেলেন।

‘আদালতে লড়াই চালিয়ে যেতে’ কুস্তিগীররা পাঁচ মাস পরে বিক্ষোভ প্রত্যাহার করেছে বলে জানা যাচ্ছে।ব্রিজভূষণ সিংকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কুস্তিগীরর জানুয়ারি থেকে বিক্ষোভ করছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে একজন নাবালিকা সহ কয়েকজন মহিলা কুস্তিগীরকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়।

   

সাক্ষী মালিক টুইটারে এই ঘোষণা করেছেন ‘আদালতে লড়াই চলবে’। অন্যান্য কুস্তিগীররা এবার আদালতের দরজায় যাচ্ছেন।

অভিযোগের ভিত্তিতে প্রমাণ দাখিল করতে বলেছে পুলিশ। আর ব্রিজভূষণ বলেছেন তিনি নির্দোষ। আরও বলেন, আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন