Wrestlers Protest: কুস্তিগীরদের যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারি সম্ভাবনা

Farmers' Leaders Extend Support to Wrestlers' Strike Amid Police Reinforcement in Chanting Protests

নিষিদ্ধ করা হবে ভারতীয় কুস্তি ফেডারেশন এমনই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থ। তাদের হুঁশিয়ারিতে পড়ল মোদী সরকার। যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সভাপতি ব্রিজভূষণ। তাঁর গ্রেফতারির দাবিতে আন্দোলনকারী কুস্তিগীরদের (wrestlers protest) জবরদস্তি জন্তরমন্তর থেকে সরানোর পর বিশ্ব ক্রীড়া মহলে ক্ষোভ ছড়িয়েছে। এবার বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার হুঁশিয়ারির পর ব্রিজভূষণের গ্রেফতারির সম্ভাবনা বাড়ছে।

Advertisements

অভিযুক্ত ব্রিজভূষণ একটি ভিডিও বার্তায় বলেছেন, গ্রেফতারিতে ভয় নেই। আগে দেখো হোতা হ্যায় কেয়া। তাঁর কটাক্ষ বার্তায় বিতর্ক আরও তীব্র। আন্দোলনকারী কুস্তিগীররা তাদের পদক গঙ্গার জলে ভাসাতে গিয়েও শেষপর্যন্ত সেই কাজ থেকে বিরত থাকার পরই কটাক্ষ করেছেন ব্রিজভূষণ। তবে কুস্তিগীররা বলেন পাঁচ দিন সময় দেওয়া হলো সরকারকে।

কেন্দ্রের মোদী সরকারকে সহুঁশিয়ারি দিকে কুস্তিগীররা বলেন, আগামী পাঁচদিনের মধ্যে গ্রেফতার করতে হবে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণকে। ততদিন পর্যন্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখা হলো।

Advertisements

একদিকে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার চাপ অন্যদিকে জাতীয় কুস্তিগীরদের পুনরায় আন্দোলনের বার্তার পরেও নীরব মোদী সরকার। জানা যাচ্ছে, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং প্রতিনিধিরা ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে আসবেন।