PM Modi: ছোটবেলায় যদি এমন বাড়িতে থাকতে পারতাম, কেঁদে ফেললেন মোদী

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বৃহত্তম সোসাইটির উদ্বোধন হয়েছে। আমি দেখতে এসেছি। তারপর তিনি বলেন আমিও যদি শৈশবে এমন বাড়িতে থাকার সুযোগ পেতাম। তখন প্রধানমন্ত্রীর চোখে জল চলে আসে এবং তিনি কয়েক সেকেন্ড থেমে গিয়ে বলেন, এটাই আপনাদের সবচেয়ে বড় সম্পদ।

Advertisements

সোলাপুরে একাধিক প্রকল্প উদ্বোধনের পর কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড়েন নি প্রধানমন্ত্রী।তিনি বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে গরিবি হাটাওয়ের স্লোগান উঠলেও দারিদ্র্য দূর হয়নি। গরিবদের নামে প্রকল্প তৈরি হয়েছে, কিন্তু গরিবরা তার সুবিধা পাননি। মধ্যস্বত্বভোগীরা তাদের প্রাপ্য টাকা লুট করত। পূর্ববর্তী সরকারগুলির নীতি, উদ্দেশ্য এবং সততা কাঠগড়ায় দাঁড়িয়েছিল।

   

এদিন তিনি আরও বলেন আমরা ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ তৈরি করেছি। উন্নত ভারতের জন্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা প্রয়োজন এবং আমাদের ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্পের আত্মনির্ভর ভারত তৈরিতে বিপুল অংশীদারিত্ব রয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার ক্রমাগত এমএসএমই এবং ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করছে।

এরপর ২২ জানুয়ারি অযোধ্যায় ভগবান রামের মন্দিরের উদ্বোধনের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ২২ জানুয়ারি সেই ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে, যখন আমাদের ভগবান রাম তাঁর বিশাল মন্দিরে বসতে চলেছেন। রামলালার অভিষেকের আগে আমি কয়েকজন সাধুর তত্ত্বাবধানে কঠোর নিয়ম অনুসরণ করছি।

প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের বাকি আর দু’দিন। আজ অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে বিশেষ পুজো। গর্ভগৃহে চলছে রামায়ণ পাঠ। কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে অযোধ্যা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements