মহিলা আইনজীবীকে চড়, লাথি ব্যক্তির, ভাইরাল ভিডিও

এক রোমহর্ষক ঘটনার শিকার হলেন এক মহিলা আইনজীবী। কর্ণাটকের বাগালকোট জেলার বিনায়ক নগরের কাছে ওই মহিলা আইনজীবীকে তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে বারবার চড় ও লাথি মারার…

short-samachar

এক রোমহর্ষক ঘটনার শিকার হলেন এক মহিলা আইনজীবী। কর্ণাটকের বাগালকোট জেলার বিনায়ক নগরের কাছে ওই মহিলা আইনজীবীকে তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে বারবার চড় ও লাথি মারার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

   

পুলিশ জানিয়েছে, আইনজীবী সঙ্গীতাকে তার প্রতিবেশী মন্থেশ আক্রমণ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই মারধরে ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত মন্থেশ প্রচণ্ড ক্রোধ ও বলপ্রয়োগের সঙ্গে মহিলাকে আক্রমণ করছে।

সঙ্গীতার তার পেটেও লাথি মারা হয়। এরপর নিগৃহীতা নিজেকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের চেয়ার তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মন্থেশ তাকে আবার লাথি মারে এবং আরও চড় মারে। ঘটনার সময়ে আশেপাশে লোক থাকলেও কেউ বাঁচাতে আসেনি।

পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণে মন্থেশ ওই মহিলা আইনজীবীর উপর হামলা চালিয়েছিল। তাঁর দাবি, ওই আইনজীবী তাঁকে নির্যাতন ও হেনস্থা করেছেন। এর আগেও দু’জনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে বলে জানা গিয়েছে।