Murder: ৬০০ কিমি গাড়ি চালিয়ে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রেমিকের হাতে খুন!

জয়পুর: প্রেমিকের সঙ্গে দেখা করে বিয়ের কথা বলতে ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে রাজস্থানের ঝুনঝুনু থেকে বারমের গিয়েছিলেন ৩৭ বছরের মুকেশ কুমারি। কিন্তু ভালোবাসার পরিবর্তে প্রাণ…

Delhi Police Crack Down on Multi-Crore Spurious Medicine Gang

জয়পুর: প্রেমিকের সঙ্গে দেখা করে বিয়ের কথা বলতে ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে রাজস্থানের ঝুনঝুনু থেকে বারমের গিয়েছিলেন ৩৭ বছরের মুকেশ কুমারি। কিন্তু ভালোবাসার পরিবর্তে প্রাণ খোয়াতে হল তাঁকে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ঝুনঝুনুতে থাকতেন অঙ্গনওয়ারির সুপারভাইজার মুকেশ কুমারি।

Advertisements

গত বছর অক্টোবরে ফেসবুকের মাধ্যমে স্কুলশিক্ষক মনোরমের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। মনোরমের সঙ্গে দেখা করতে প্রায়শই মুকেশ কুমারি ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে বারমেরে যেতেন। মনোরমের সঙ্গে বিয়ে করে নতুন করে সংসার করতে চেয়েছিলেন মুকেশ। কিন্তু মুকেশের ডিভোর্স হয়ে গিয়ে থাকলেও মনোরমের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন ছিল।

   

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মনোরমকে বিয়ের জন্য বেশ জোরাজুরি করছিলেন মুকেশ। ১০ সেপ্টেম্বর নিজের অল্টো গাড়ি চালিয়ে মনোরমের সঙ্গে দেখা করে বিয়ের কথা বলতে ঝুনঝুনু থেকে বারমেরে মনোরমের গ্রামে গিয়েছিলেন তিনি। মনোরমের পরিবারকে তাঁদের সম্পর্কের কথা সব খুলে বলেন মুকেশ। এটা জানার পরেই মনোরমের মাথায় খুন চড়ে যায়।

দুজনের মধ্যে অশান্তি চরমে পৌঁছলে স্থানীয় পুলিশ এসে দুজনের সমঝোতা করানোর চেষ্টা করে। এরপর সন্ধ্যা বেলায় মুকেশের মাথায় আচমকা লোহার রড দিয়ে আঘাত করে তাঁর প্রেমিক মনোরম। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুকেশের মৃত্যু হয়। এরপরদেখে যাতে দুর্ঘটনা ঘটেছে মনে হয়, তাই প্রেমিকার মৃতদেহকে তাঁর গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে দেয় মনোরম।

পরের দিন নিজের আইনজীবীকে মুকেশের মৃতদেহ উদ্ধারের ঘটনা জানাতে বলে। এরপর জিজ্ঞাসাবাদ শুরু হলে পুলিশের প্রেমিক মনোরমের উপরেই সন্দেহ হয়। বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিং বলেন, “মনোরমই মুকেশকে খুন করে পুলিশকে বিভ্রান্ত করতে গাড়ির ড্রাইভিং সিটে মৃতদেহটিকে রেখে দেয়। দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে”।

Advertisements