নিজের ১২ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী মহিলা

বেঙ্গালুরু: সরকারি হাসপাতালের নার্সদের কোয়ার্টারে নিজের ১২ বছরের সন্তানকে খুন (Murder) করে আত্মঘাতী (Suicide) হলেন মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোজ্ঞা এলাকার একটি সরকারি…

বেঙ্গালুরু: সরকারি হাসপাতালের নার্সদের কোয়ার্টারে নিজের ১২ বছরের সন্তানকে খুন (Murder) করে আত্মঘাতী (Suicide) হলেন মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোজ্ঞা এলাকার একটি সরকারি হাসপাতালের নার্সেস কোয়ার্টারে। জানা গিয়েছে, মৃতার নাম শ্রুতি। তার স্বামী হাসপাতালের ল্যাবরেটরির টেকনিশয়ান।

Advertisements

রাতের শিফটে কাজ করে বাড়ির দরজার দীর্ঘক্ষণ কলিং বেল বাজিয়েও কোনও সাড়াশব্দ না মেলায় চিন্তায় পড়ে যান ওই হাসপাতাল কর্মী। এরপর প্রতিবেশীদের সাহায্যে বেশ কিছুক্ষণ দরজায় সজোরে ধাক্কা মারলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে ফেলেন তিনি। ভেতরে ঢুকে স্ত্রী এবং ১২ বছরের কন্যা সন্তানের মৃতদেহ আবিষ্কার করেন ওই ব্যক্তি। মাথায় ভারী কিছু দিয়ে সজোরে আঘাতের জেরে তাঁদের ১২ বছরের সন্তান পূর্বীকার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

   

হাসপাতাল কর্মীর স্ত্রী শ্রুতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শ্রুতি মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন। যার জেরে নিজের হাতেই সন্তানকে খুন (Murder)করে আত্মঘাতী (Suicide) হয়েছেন মহিলা। ঘটনায় খুন এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে, স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হাসপাতাল কর্মী। এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।

স্ত্রী-কে খুন করে আত্মঘাতী স্বামী

গত ২৮ সেপ্টেম্বর ঠিক একই ধরণের ঘটনার সাক্ষী থেকেছে কর্ণাটকের উল্লাল শহর। স্ত্রী মঞ্জু (২৭)-কে খুন (Murder) করে আত্মঘাতী (Suicide) হন ধর্মশীলন (২৯) নামক এক ব্যক্তি। মৃতা মঞ্জু দেবী পেশায় একজন নার্স ছিলেন। ২৮ সেপ্টেম্বর মঞ্জু দেবীর বাবা সহ কিছু আত্মীয় ধর্মশীলনের বাড়িতে পৌঁছে মেয়ে এবং জামাইয়ের মৃতদেহ আবিষ্কার করেন। মৃতার বাবা দাবি করেন, মঞ্জুকে খুন করেই জামাই ধর্মধীলন আত্মঘাতী হয়েছে।

জানা যায়, তামিলনাড়ুর পিন্নালাবাদী গ্রামের বাসিন্দা ধর্মশীলন দুবাইতে শ্রমিকের কাজ করত। মঞ্জু তার বাবা-মায়ের সঙ্গেই থাকত। ২০২২ সালের সেপ্টেম্বরে এই দম্পতি বিয়ে করেন। প্রায় এক মাস আগে ধর্মশীলন ভারতে ফিরে আসেন এবং তামিলনাড়ুতে মঞ্জুর সঙ্গে থাকা শুরু করেন।