মর্মান্তিক! দাউ দাউ করে বাসের সঙ্গেই জ্বলছেন মহিলা

তেলেঙ্গানায় জীবন্ত জ্বলে মৃত্যু হল এক মহিলার। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায়। জানা গিয়েছে চিত্তুরগামী একটি প্রাইভেট বাস দুর্ঘটনার কবলে পড়ে।…

Bus catches fire in Telangana

তেলেঙ্গানায় জীবন্ত জ্বলে মৃত্যু হল এক মহিলার। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায়। জানা গিয়েছে চিত্তুরগামী একটি প্রাইভেট বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসটি উল্টে গিয়ে বিধ্বংসী আগুন লেগে যায়। তাতেই জীবন্ত দ্বগ্ধ হন মহিলা। এছাড়াও এই দুর্ঘটনায় আরেকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে যে শনিবার ভোর ৩ টে নাগাদ জগন আমাজন ট্রাভেল বাসটি হায়দ্রাবাদ থেকে চিত্তুর যাচ্ছিল। বাস চালানোর সময়ই ঘুমিয়ে পড়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে বাসটি উল্টে আগুন ধরে যায় বলে পুলিশ জানিয়েছে। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। এক মহিলার হাত আটকে যাওয়ায় নামতে না পেরে বাসের সঙ্গে আগুনে পুড়ে মারা যান তিনি। নিহত মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

Advertisements

২০২৩ সালের নভেম্বরে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৮ সালে ২২,২৩০ থেকে ২০২২ সালে ২১,৬১৯ -এ নেমে এসেছে৷ তবে, ২০২২ সালে ৩,০১০ জন মারা গিয়েছিল, ২০১০ সালে ২,০৬৪ জন মারা গিয়েছিল৷ অর্থাৎ, পাঁচ বছরে সড়ক দুর্ঘটনার হার ৪৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।