“চোখ উপড়ে নেব”! বিস্ফোরক হুমকি বাবা রামদেবের

নয়াদিল্লি: দীপাবলির আগে ভারতবাসীর উদ্দেশ্যে ভয়ংকর ‘হুমকি’ দিলেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে চোখ রাঙালে, চোখ উপড়ে দেব”। প্রসঙ্গত, দীপাবলির ঠিক আগে শুক্রবার ফের ‘স্বদেশী পণ্য’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Advertisements

সেই সূত্র বজায় রেখেই এদিন ট্রাম্পের ‘শুল্ক-সন্ত্রাস’-এর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ হুমকি দিলেন রামদেব। তাঁর দাবী, “শুল্ক-সন্ত্রাস অব্যাহত থাকলেও ভারত এখনও বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক ক্ষেত্র। ভারতের স্বাধীন হওয়া উচিৎ। আমরা এতকাল ভারতকে বিদেশীদের হাতে লুটপাটের জন্য ছেড়ে রেখেছিলাম। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনগুলিকে ‘স্বদেশী’ হয়ে আমাদের জাতিকে রক্ষা করার আহ্বান জানাচ্ছেন।”

এরপর দীপাবলির উৎসবে স্বদেশী (Swadeshi) পণ্য কেনার আহ্বান জানান বাবা রামদেব। তিনি বলেন, “দীপাবলিতে আমাদের স্বদেশী প্রদীপ কেনা উচিত। আলোকসজ্জা থেকে শুরু করে উপহার সবকিছু স্বদেশী হওয়া উচিত। আমরা যদি স্বদেশী হওয়ার শপথ নিই, তাহলে বিশ্বের সমস্ত শক্তিকে ভারতের সামনে মাথা নত করতে হবে এবং কেউ ভারতকে হুমকি দেওয়ার সাহস করবে না।”

পাশাপাশি, রামদেব (Baba Ramdev) দাবী করেন যে তাঁর ‘স্বদেশী প্রচার’ দেশজুড়ে ব্যাপক সাড়া পাচ্ছে। তিনি বলেন, “আমার মনে হয় না আমাদের ২০৪৭ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি আমরা স্বদেশী অভিযান চালিয়ে যাই তাহলে ২০৪০-এর মধ্যেই আমরা একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করব”।

Advertisements

প্রসঙ্গত, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের উপর ৫০% আমদানি শুল্ক ও জরিমানা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার পরেই সুর চড়িয়েছিলেন যোগগুরু বাবা রামদেব।

বহুল বিতর্কিত ‘পতঞ্জলি’ ব্র্যান্ড নিয়ে নতুন করে ‘স্বদেশী অস্মিতার’ পালে হাওয়া দিয়েছিলেন তিনি। শুল্ক ত্রাস থেকে বাঁচতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)স্বদেশী এবং আত্মনির্ভর ভারতের উপরেই ভরসা রাখছেন। দীপাবলির আগে শুক্রবারেও মোদীর মুখে একই কথা শোনা যায়। ঠিক তার পরেই ‘স্বদেশী পণ্য ব্যবহার’ এবং ‘শুল্ক-সন্ত্রাসের’ বিরুদ্ধে তোপ দাগেন বাবা রামদেব।