Shivaji: শিবাজীর ভয়াল বাঘনখ কি ফেরত পাবে ভারত?

G20 সম্মেলনের মাঝে ভারতের বিরাট কূটনৈতিক জয়। ব্রিটেন থেকে ছত্রপতি শিবাজীর (Sivaji) বাঘনখ ফিরিয়ে আনছে ভারত। এর সঙ্গে কি ভারতে ফিরে আসবে কোহিনূর হীরা! আপাতত…

G20 সম্মেলনের মাঝে ভারতের বিরাট কূটনৈতিক জয়। ব্রিটেন থেকে ছত্রপতি শিবাজীর (Sivaji) বাঘনখ ফিরিয়ে আনছে ভারত। এর সঙ্গে কি ভারতে ফিরে আসবে কোহিনূর হীরা! আপাতত এই নিয়ে ভারতবাসীদের মনে প্রশ্ন বহু। এ বিষয়ে বেশ কিছু মন্তব্য করেন গবেষক চন্দ্রচূড় ঘোষ।

Advertisements

এই বাঘনখ ইস্পাতের তৈরি। হাতের মুঠোয় ধরা যায় এই বাঘনখ। ছত্রপতি শিবাজীর এই দুর্মূল্য অস্ত্রের দুদিকে আংটির মতো জায়গা রয়েছে। ইস্পাতের তৈরি এই অস্ত্র হাতের তর্জনী ও কনিষ্ঠ আঙ্গুলে পরা হয়। কথিত আছে এই বাঘ নখ নিজের কাছে রাখতেন শিবাজী। তিনি এই বাঘনখ দিয়েই আফজল খানকে হত্যা করেছিলেন। কয়েক দশক ধরেই লন্ডনের মিউজিয়ামে রয়েছে এই বাঘনখ। যা এবার ফিরিয়ে আনতে চলেছে ভারত।

বিজ্ঞাপন

ইতিমধ্যেই বাঘনখ ভারতে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে গবেষক চন্দ্রচূড় ঘোষ জানিয়েছেন, ” ছত্রপতি শিবাজী মহারাজের বাঘনখ ভারতে ফিরিয়ে আনা অবশ্যই একটি কূটনৈতিক জয়। ব্রিটিশ দেশের সঙ্গে ভারতের যে ভালো সম্পর্ক হচ্ছে এটি তার একটি ইঙ্গিত। ভারতের এমন বহু ইতিহাসিক সম্পদ রয়েছে যা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে”।

এর সঙ্গেই তিনি ব্রিটিশদের ভারত লুঠের বিষয়ে বলেন, “কিছু জিনিস তাদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল আবার কিছু জিনিস তারা লুট করে নিয়ে গিয়েছিল। ভারত সরকার এবার আস্তে আস্তে কূটনৈতিক চাপ বাড়াতে থাকবে তাতে যত সম্পদ ভারতে নিয়ে আসা যায় ততই ভালো। সবচেয়ে মূল্যবান হলো কোহিনূর সেটা ভারতে ফিরিয়ে আনার জন্য যে চাপ দেওয়া দরকার আশা করব ভারত সরকার তা করবে”।