‘অযোধ্যায় হারিয়েছি, গুজরাতেও…’, বিজেপিকে চরম হুঁশিয়ারি রাহুলের

রাম-আবেগে ভর করে লোকসভা ভোটে ঝড় তোলার টার্গেট নিয়েছিল বিজেপি। ৪০০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নামলেও ২৪০-এই থেমেছে বিজেপির দৌড়। অযোধ্যা যে (Rahul Gandhi) কেন্দ্রে…

রাম-আবেগে ভর করে লোকসভা ভোটে ঝড় তোলার টার্গেট নিয়েছিল বিজেপি। ৪০০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নামলেও ২৪০-এই থেমেছে বিজেপির দৌড়। অযোধ্যা যে (Rahul Gandhi) কেন্দ্রে অবস্থিত, সেই ফৈজাবাদেও হেরেছে বিজেপি। এবার অযোধ্যার হার নিয়ে বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

একই সঙ্গে কংগ্রেস নেতা কার্যত হুঁশিয়ারির সুরে বলেছেন, অযোধ্যার মত গুজরাতেও বিজেপিকে পরাজিত করব আমরা। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গুজরাতের আহমেদাবাদে একটি কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন।

   

বিজেপিকে উদ্দেশ্য করে রাহুল বলেন, হুমকি দিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকদের দমানো যাবে না। ওরা আমাদের অফিস ভাঙচুর করেছে। কিন্তু তাতেও ওরা খুব একটা সুবিধে করতে পারবে না। আমি গুজরাত সরকার ভেঙে দেব। লিখে নিন, কংগ্রেস গুজরাতে নির্বাচনে লড়বে এবং নরেন্দ্র মোদী-বিজেপিকে পরাজিত করবে।

মমতার মেয়ের তাক লাগানো কীর্তি, তুচ্ছ রোদ-জল-ঝড়

রাহুল গান্ধী বলেন, আমি সংসদে অযোধ্যার (ফৈজাবাদ) সাংসদকে জিজ্ঞাসা করেছিলাম কেন বিজেপি অযোধ্যায় হেরেছে? উনি বলেছেন, অযোধ্যার জনগণের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে। দোকানপাট ও ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

বিমানবন্দরের জমি অধিগ্রহণে বিষয়টি নিয়েও রাহুল সরব হয়েছেন। তাঁর কথায়, আন্তর্জাতিক বিমানবন্দরের নামে কৃষকদের জমি নেওয়া হয়েছে। আজ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। রাম মন্দির উদ্বোধনে অযোধ্যার মানুষকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই কারণেই অযোধ্যার মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপিকে হারিয়েছে।

নাছোড় রাহুল গান্ধী, অগ্নিবীরদের ক্ষতিপূরণ ইস্যুতে ফের চ্যালেঞ্জ কেন্দ্রকে

গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতবে বলে আশাবাদী রাহুল। তাঁর কথায়, গুজরাতে কংগ্রেস জিতবে এবং এই রাজ্য থেকে নতুন সূচনা করবে। ২ জুলাই আহমেদাবাদের পালদি এলাকায় কংগ্রেস রাজীব গান্ধী ভবনের রাজ্য সদর দফতরের বাইরে কংগ্রেস ও বিজেপি সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার কথাও উল্লেখ করেন রাহুল গান্ধী।