ঘুমন্ত স্বামীর উপর ফুটন্ত তেল ঢেলে দিল স্ত্রী!

নয়াদিল্লি: রাতের নিস্তব্ধতা খানখান হয়ে গেল স্বামীর চিৎকারে! ফুটন্ত তেলের (Boiling Oil) মধ্যে লঙ্কাগুঁড়ো দিয়ে সেই তেল ঘুমন্ত স্বামীর মুখে ঢেলে দিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির আম্বেদকর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২ অক্টোবর রাতে বাড়ি ফিরে ঘুময়ে পড়েন ফার্মাসিউটিক্যাল ফার্মের কর্মী দীনেশ। পাশেই শুয়েছিলেন তাঁর স্ত্রী এবং তাঁদের কন্যা সন্তান। এরপর ভোর ৩ টে নাগাদ নাগাদ বিজয়ের স্ত্রী একটি পাত্রে ফুটন্ত তেলে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে আসেন।

“আমি ঘুমচ্ছিলাম। আমার স্ত্রী আমার মুখে ওই ফুটন্ত তেল ঢেলে দেয়। যন্ত্রণায় আমি কাতরাতে থাকলে ঠান্ডা গলায় সে বলে, চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব”। যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠেন দীনেশ। আওয়াজে প্রতিবেশীরা জেগে তাঁদের বাড়িতে চলে আসেন। আশঙ্কাজনক অবস্থায় দীনেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাঁরা।

   

দীনেশের বাড়িওয়ালার মেয়ে অঞ্জলি বলেন, “চিৎকার শুনেই আমার বাবা দৌড়ে উপরে যান। দীনেশদের বাড়ির দরজা বন্ধ ছিল। তার স্ত্রী ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমরা তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকি। দেখতে পাই তিনি ব্যথায় কাতরাচ্ছেন এবং তার স্ত্রী ঘরের ভেতরে লুকিয়ে আছেন।” অঞ্জলি জানিয়েছেন, দীনেশের স্ত্রীকে তাঁরা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীনেশকে সে হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

“কিন্তু নীচে নামার পর দীনেশের স্ত্রী অন্যদিকে হাঁটা ধরে। আমার বাবার সন্দেহ হওয়াতে তৎক্ষণাৎ একটি অটো ডেকে দীনেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়”, বলে জানান অঞ্জলি। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর বুঝে দীনেশকে সফদরজঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, ৮ বছর আগে দীনেশের বিয়ে হয়। দুই বছর আগে, তাঁর স্ত্রী CAW সেলের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু উভয় পক্ষের আপসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন