নতুন সংসদ ভবনের জন্য নতুন অশোক স্তম্ভের (Ashok Stambh) উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অশোক স্তম্ভের ভাস্কর্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেছে৷ বিরোধীদের তরফে দাবি করা হচ্ছে অশোক স্তম্ভের রূপ বদলে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রাচীন এই অশোক স্তম্ভের মধ্যে তিনটি সিংহ থাকে। যাদের মাথা সর্বদা নিম্নমুখী।কিন্তু সোমবার নরেন্দ্র মোদীর যে বিশালাকার অশোক স্তম্ভের উন্মোচন করেন, তা নিয়ে বিতর্কের ঝড় বেড়েই চলেছে। কারণ, তিনটি স্তম্ভের তিনটি সিংহের মুখ রয়েছে ওপরের দিকে।
স্যোশাল মিডিয়ায় নতুন অশোক স্তম্ভ নিয়ে কটাক্ষের মুখে মোদী সরকার। অনেকেই বলছেন, “আসল বা এতদিনের অশোক স্তম্ভের সঙ্গে নতুন তৈরী অশোকস্তম্ভের আমূল পরিবর্তন নিয়ে বিস্তর সন্দেহ। জাতীয় প্রতীকের এই বিকৃতি নিয়ে সংবাদ মাধ্যমে একটা শব্দও দেখিনি। কেন দেশ জুড়ে এই চরম অবমাননার বিরোধিতা হবে না? দরকারে মামলাও তো হতে পারে। এটা মেনে নেওয়া মানে বর্তমান সরকারের হাতে দেশের যে-কোনো রকম বিকৃতি মেনে নেওয়া”।
একইসঙ্গে অনেকেই বলছেন, “রইলো বাকি পতাকার রঙ বদল করে দেশকে হিন্দুত্ববাদী করে দেওয়া। তবে কি সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশের বর্তমান সরকার?”
সোমবার নতুন সংসদ ভবনে যে অশোক স্তম্ভ উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটি ৬ মিটার উঁচু। ব্রোঞ্জ নির্মিত মূর্তির ওজন সাড়ে নয় হাজার কেজি। এটা বসাতে সাড়ে ৬ হাজার কেজি স্টিলের প্রয়োজন হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷