লখনউ: রামনগরী অযোধ্যায় দীপোৎসবের (Deepotsav) আগে সমাজবাদী পার্টির প্রমুখ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মন্তব্যে বিতর্ক তুঙ্গে। শনিবার দীপাবলিতে প্রদীপ, মোমবাতি জ্বালানো নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেন অখিলেশ। তিনি বলেন, “প্রদীপ মোমবাতিতে পয়সা খরচ করার কি দরকার? আমাদের ক্রিস্মাস থেকে শেখা উচিৎ”।
সমাজবাদী পার্টির প্রমুখের এই মন্তব্যের পর ফের তাঁকে ‘হিন্দু বিরোধী’ বলে কটাক্ষের ঝড় উঠেছে। বস্তুত, এদিন লখনউয়ের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে অযোধ্যা দীপাবলি উৎসব নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এই বছর দীপোৎসবে প্রদীপের সংখ্যা কমানো হয়েছে, এই বিষয়ে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা বলে বসেন, “আমি এই ব্যাপারে ভগবান রামের নামে কিছু পরামর্শ দিতে চাই।”
তিনি বলেন, “ক্রিসমাসের সময় সমগ্র বিশ্ব আলোর রোশনাই-এ সেজে ওঠে। পুরো ডিসেম্বর মাস ধরে সেই উৎসবের আমেজ বজায় থাকে। আমাদের তা থেকে শিক্ষা নেওয়া উচিৎ। দীপাবলিতে প্রদীপ এবং মোমবাতির উপর খরচ করা বা এত মাথা ঘামানোর কি আছে?”
এরপর শাসকদলের বিরুদ্ধে তিনি মন্তব্য করেন, “এই সরকারের কাছ থেকে আমাদের কোনও আশা রাখা উচিৎ না। এই সরকারকে সরিয়ে আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা পুরো রাজ্যকে আলোর রোশনাই-এ ভরিয়ে দেব”।
বিজেপির তোপ
অখিলেশের মন্তব্যে স্বাভাবিকভাবেই তোপ দেগেছে বিজেপি। অখিলেশের (Akhilesh Yadav) মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দলের জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, “রাম মন্দিরের বিরোধিতা থেকে শুরু করে অযোধ্যাকে এতদিন অন্ধকারে রাখা এমনকি রাম ভক্তদের উপর গুলি চালানো সমাজবাদী পার্টি এখন দীপোৎসবেরও বিরোধিতা করছে। ওনার কার্যক্রম থেকে সাধারণ মানুষের কোনও উপকার হয়না। কিন্তু অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর থেকে সেখানকার দোকানদারদের রোজগার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, এটা ওনার সহ্য হচ্ছে না”।
২৬ লক্ষ প্রদীপে সেজে উঠবে সরযূ নদীর পাড়
এই নিয়ে নবমবার অযোধ্যায় দীপোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। দীপাবলির একদিন আগে অর্থাৎ ১৯ অক্টোবর সরযূ নদীর পাড়ে ৫৬ টি ঘাটে ২৬,১১,১০১ টি প্রদীপ প্রজ্বলন কড়া হবে। এই অনুষ্ঠানে ১১০০ টি ড্রোন থাকবে। ২১০০ বৈদিক পণ্ডিত এবং ৩৩০০০ স্বেচ্ছাসেবক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। ২০১৭ সালে এক লক্ষ ৭১ হাজার প্রদীপ জ্বেলে এই দীপোৎসবের সূচনা করা হয়।