ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি, চমকের নেপথ্যে আদতে বড় কৌশল

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনে চমক দিয়েছে বিজেপি। এবার পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রীর বাছাইতেও সেই ধারা বজায় রাখল পদ্ম শিবির। কেওনঝড়ের চার বারের বিধায়ক…

Why BJP picked Mohan Majhi as Odisha CM over others , ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনে চমক দিয়েছে বিজেপি। এবার পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রীর বাছাইতেও সেই ধারা বজায় রাখল পদ্ম শিবির। কেওনঝড়ের চার বারের বিধায়ক মোহনচরণ মাঝিকে মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য বেছে নিয়েছে বিজেপি। সঙ্গে থাকছেন তাঁর দুই ডেপুটি। উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে পার্বতী পরীদা এবং কণকবর্ধন সিংদেওকে।

মোহনচরণ মাঝি একজন বিতর্কিতহীন নেতা। রয়েছে আরএসএস সংযোগ। কেওনঝড়ের চারবারের বিজেপি বিধায়ক মোহনচরণ এবারের বিধানসভা ও লোকসভা ভোটে দলকে ওড়িশায় প্রচারের কৌশল তৈরিতে সহায়তা করেছিলেন। ফলে তাঁরে মুখ্যমন্ত্রী পদরে জন্য নির্বাচন বিজেপির ক্ষেত্রে চমক নয়, কিন্তু তাও মোহনের বাছাই নিযয়ে চর্চা তুঙ্গে।

   

কী এমন বিষয় মোহনচরণ মাজির নির্বাচনের নেপথ্যে বড় হয়ে দাঁড়াল?

গোটা মুখ্যমন্ত্রী নির্বাচনের পিছনে রয়েছে, বিজেপির গভীর কৌশল। ওড়িশার পড়শি রাজ্য ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে এবার বিজেপি ভাল ফল করতে ব্যর্থ। গেরুয়া শিবিরের প্রতি আস্থায় আদিবাসী মানুষের মনে যে ধাক্কা লেগেছে তা স্পষ্ট ভোটের ফলে। ঝাড়খণ্ডের ১৪টি লোকসভার মধ্যে এনডিও জোট এবার জিতেছে মাত্র ৯টিতে। ২০১৯ সালে জযের সংখ্যা ছিল ১২। জেএমএম-কংগ্রেস জোট তফশিলি উপজাতি সংরক্ষিত দুমকা, খুন্তি এবং লোহারদাগা আসনগুলি এনডিএ থেকে ছিনিয়ে নিয়েছে।
ওড়িশার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের সিংভূমেও বিজেপি হেরেছে। এটাও তফশিলি উপজাতি সংরক্ষিত আসন।

গত পাঁচ বছরে বাস্তব পরিস্থিতি বদলেছে। উপলোব্ধি করতে পারছে বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে তাই ওড়িশার আদিবাসী নেতা মোহনতরণ মাজিকে মুখ্যমন্ত্রী করে পড়শি রাজ্যের ‘খেলা’ বদলাতে মরিয়া পদ্ম শিবির। উল্লেখ্য, চলতি বছরই অক্টোবর মাস নাগাদ ঝাড়কণ্ড ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হতে পারে।

৪০ বছরের কর্মজীবন, সেনার সেরা সম্মান, চিনুন নতুন সেনা প্রধান লে:জে: উপেন্দ্র দ্বিবেদীকে

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে, ওড়িশায় মাঝিকে নেতৃত্ব দেওয়ায় ঝাড়খণ্ডের উপজাতি ভোটারদের ফের দলের প্রতি আকৃষ্ট করা য়েতে পারে। কেওনঝড় আসন থেকে মোহনতরম মাঝি বিধানসভা নির্বাচনে জিতেছেন, এই কেন্দ্র উপজাতি সংরক্ষিত। ভোটারদের ৪৫ শতাংশই উপজাতি। কেওনঝড় আসন ঝাড়খণ্ড সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ঝাড়খণ্ড হল একটি উপজাতীয় অধ্যুষিত রাজ্য। ২০১১ সালের জনগণনা অনুয়ায়ী রাজ্যের মোট জনসংখ্যার ২৬.২ শতাংশই উপজাতি।

মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

মনে করা হচ্ছে, ওড়িশার আদিবাসী সাংসদ জুয়াল ওরামকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাঁই দেওয়ায়ও কেন্দ্রীয় শাসক দলের একই কৌশলের অংশ।

ওড়িশার রাজ্যপাল আবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

তবে এই ধরনের কৌশল যে সাফল্যের মুখ দেখবেই তা বলা যায় না। লোকসভা ভোটকে মাথায় রেখে বিজেপি উত্তরপ্রদেশে যাদব ভোট একত্রিতকরণে মধ্যপ্রদেশে মোহন যাদবকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিল। যার লাভ ঘরে তুলতে ব্যর্থ বিজেপি। ঝাড়খণ্ডের ক্,েত্রে কী হয় এখন সেদিকেই নজর।