নয়াদিল্লি: “ভারতীয়, হিন্দু আর সনাতনী এক। মাতৃভূমির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ”, আরএসএস (RSS)-এর শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এই কথা বললেন সংঘ প্রধান মোহন ভাগবত। দিল্লিতে তিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন সংঘপ্রধান বলেন, “আগে যারা আমাদের বিরোধিতা করত, এখন তারা আমাদের বন্ধু।
তিনি আরও বলেন, “আমরা কোনও প্রতিক্রিয়াশীল প্রতিষ্ঠান নই। আমাদের গুরুজি বলতেন, পৃথিবীতে যদি কোনও মুসলিম বা খ্রিস্টান নাও থাকে তাহলেও আরএসএস থাকবে। কারন আমরা সমাজের জন্য কাজ করি।”
‘হিন্দু’-র অর্থ কি? বললেন ভাগবত
‘হিন্দু’-র সংজ্ঞা দিতে গিয়ে ভাগবত বলেন, হিন্দু কারা? যারা নিজেদের পথে চলে এবং ভিন্ন ধর্মাবলম্বীদেরও সম্মান করে।
বলা বাহুল্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘু ‘বাংলাভাষী’-দের ধরপাকড়, আটক করে পুশ ব্যাকের মত ঘটনা ঘটার আবহে সংঘ প্রধানের এই ‘হিন্দু’ সংজ্ঞা বিদ্বেষের শিকার হওয়া হিন্দুদের মধ্যে কি প্রভাব ফেলবে তার জবাব যদিও সময়সাপেক্ষ।