WHO: ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সরবরাহ নিষিদ্ধ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) ভারত বায়োটেকের অ্যান্টি-কোভিড ভ্যাকসিন, কোভ্যাক্সিন সরবরাহ নিষিদ্ধ করল। হু বলেছে যে, রাষ্ট্রসঙ্ঘের সংস্থাগুলির মাধ্যমে ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ…

Covaxin Gets WHO Approval

short-samachar

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) ভারত বায়োটেকের অ্যান্টি-কোভিড ভ্যাকসিন, কোভ্যাক্সিন সরবরাহ নিষিদ্ধ করল। হু বলেছে যে, রাষ্ট্রসঙ্ঘের সংস্থাগুলির মাধ্যমে ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। নির্মাতা সংস্থার খামতিগুলি দূর করে মান উন্নত করার পরামর্শ দিয়েছে হু।

   

হু বিবৃতিতে জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণকারী দেশগুলিকেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। তবে যথাযথ ব্যবস্থা বলতে কী সেটা স্পষ্ট নয়। হু -এর মতে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর্থাৎ ভাল উৎপাদন অনুশীলনের অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় টিকার কার্যকারিতা নিয়ে নিশ্চয়তা প্রদান করেছে। এই বিষয়ে হু-র তরফে বলা হয়েছে, কোভ্যাক্সিন কার্যকর এবং এর প্রয়োগের ক্ষেত্রে কোনও উদ্বেগ নেই। কিন্তু রফতানির জন্য উৎপাদন স্থগিত করার ফলে কোভ্যাক্সিন সরবরাহে বিঘ্ন ঘটবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৪ থেকে ২২ মার্চ কোভ্যাক্সিন নিয়ে পর্যালোচনা হয়। ‘ইমারজেন্সি ইউজ লিস্টিং’-এর পরবর্তী সময়ের জন্য কোভ্যাক্সিন নিয়ে এই পর্যালোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিন সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

হু-র পরামর্শের পর ভারত বায়োটেকও কোভ্যাক্সিন উৎপাদনের বন্ধ রাখার কথা জানিয়েছে। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল হু-র কাছে জমা দেওয়ার জন্য একটি সংশোধনমূলক এবং প্রতিরোধমূলক পরিকল্পনা তৈরি করছে।