অবৈধ খনির মামলায় ভাইপোর বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির

ইডি চার্জশিটে ভাইপো বেসামাল। পরিস্থিতির নিজ হাতে আর নেই। যে কোনও মুহূর্তে গ্রেফতারির আশঙ্কা রয়েছে। ভাইপো ভূপিন্দর সিং হানিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্বস্তিততে রয়েছেন…

ইডি চার্জশিটে ভাইপো বেসামাল। পরিস্থিতির নিজ হাতে আর নেই। যে কোনও মুহূর্তে গ্রেফতারির আশঙ্কা রয়েছে।

ভাইপো ভূপিন্দর সিং হানিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্বস্তিততে রয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি। সম্প্রতি হয়ে যাওয়া পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁর ভাইপোর দুর্নীতি নিয়ে সরব হয়েছিল আম আদমি পার্টি ও বিজেপি। দুই দলই এই বিষয়ে চান্নিকে আক্রমণ করেছিল।

অবৈধ খনি খননের অভিযোগে হানির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আর্থিক অনিয়মের অভিযোগে ইডি হানির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।

ইডির এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস। চান্নির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এবং তাঁর সুনামে কালি ছেটাতেই ইডি তাঁর ভাইপোর বিরুদ্ধে অভিযোগ য়ায়ের করেছে। কংগ্রেসের দাবি, চান্নিকে বিপাকে ফেলতেই কেন্দ্র ইডিকে ব্যবহার করেছে। তবে বিষয়টি নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির তরফে কোনও প্রতিক্রয়া মেলেনি।

ইডি চার্জশিটে জানিয়েছে, ভূপিন্দর সিং হানি একটি সংস্থার ডিরেক্টর। ওই সংস্থা পাঞ্জাবে একাধিক বেআইনি খনন কাজের সঙ্গে যুক্ত। হানির বিরুদ্ধে তদন্তে নেমে ইডি বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে হাতে লেখা কিছু কাগজ। হাতে লেখা কাগজে টাকা লেনদেনের বিস্তারিত হিসাব রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে কুদরত সিং নামে পাঞ্জাবের এক বাসিন্দার বিরুদ্ধে অবৈধ খনি খননের অভিযোগে মামলা দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই কুদরত সিং ওভারসিজ কন্সালট্যান্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার শেয়ার হোল্ডার। সন্দীপ কুমার নামে এক ব্যক্তি ওভারসিজ কন্সালট্যান্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। সন্দীপ কুমারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ভূপিন্দর সিংয়ের। সংশ্লিষ্ট সংস্থায় এই তিন জনের শেয়ারের পরিমাণ ৩৩.৩৩ শতাংশ।

ইডির অনুমান, কাকা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভূপিন্দর অবৈধ খনির সঙ্গে আরও বেশি করে জড়িয়ে পড়িয়েছে। কাকার প্রভাবকে কাজে লাগিয়েই খনির ব্যবসা বাড়িয়েছে সে। পাঞ্জাব সরকারের বিভিন্ন কাজেও সে জড়িয়ে পড়ছে। টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে তাদের পছন্দমতো পদে বদলি করার অভিযোগও রয়েছে ভূপিন্দরের বিরুদ্ধে।